রংপুরে ছুটির দিনে জমে উঠেছে ‘ইনকিলাব বইমেলা’

রংপুরে ছুটির দিনে জমে উঠেছে ‘ইনকিলাব বইমেলা’

রংপুরে পাঁচ দিনব্যাপী ইনকিলাব বইমেলার শুক্রবার ছিল চতুর্থ দিন। ছুটির দিন হওয়ায় এ দিন বইপ্রেমী দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠের মেলা প্রাঙ্গণ। বিকেল থেকেই লেখক পাঠক ইসলামী আলোচক ও শিল্পীদের সমাগমে ইনকিলাব বইমেলা মিলন কেন্দ্রে পরিণত হয়।

রংপুরে পাঁচ দিনব্যাপী ইনকিলাব বইমেলার শুক্রবার ছিল চতুর্থ দিন। ছুটির দিন হওয়ায় এ দিন বইপ্রেমী দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠের মেলা প্রাঙ্গণ। বিকেল থেকেই লেখক পাঠক ইসলামী আলোচক ও শিল্পীদের সমাগমে ইনকিলাব বইমেলা মিলন কেন্দ্রে পরিণত হয়।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে মেলা প্রাঙ্গণে ঘুরে দেখা যায়, স্টলে স্টলে বিভিন্ন বয়সী নারী-পুরুষ, তরুণ-তরুণী-শিশু-কিশোরদের ভিড়। তারা বই নেড়েচেড়ে দেখছেন। তাদের পছন্দ মতো বইও কিনছেন। অন্য দিনের তুলনায় আজ ছিল বই বিক্রির ধুম। ৩২টি স্টলেই কমবেশি পবিত্র কোরআন-হাদিসের আলোকে বিভিন্ন ইসলামী স্কলারদের লেখা বইয়ের সম্ভার রয়েছে।

বইমেলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের আলেম-ওলামা, শিক্ষক ও লেখকদের আলোচনা অনুষ্ঠান উপভোগ করেন আগত দর্শনার্থী ও বইপ্রিয় পাঠকেরা। নগরীর বিভিন্ন স্কুলকলেজের শিক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের ভালো ভিড় ছিল।

পাঠকনন্দিত লেখকদের বই হাতে ভক্তদের অনেককে সেলফি স্ট্যান্ডে ক্যামেরাবন্দি হতে দেখা যায়। চব্বিশের জুলাই-আগস্ট বিপ্লবের পর এবারই প্রথম রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ‘ইনকিলাব বইমেলা’ অনুষ্ঠিত হচ্ছে। মেলায় ইসলামী চিন্তাধারায় লেখা বিভিন্ন উপন্যাস, কবিতা, প্রবন্ধসহ বই প্রচুর এসেছে।

রওশন জামিল নামে এক শিক্ষার্থী বলেন, এমন মেলা রংপুরে কখনো হয়েছে কি না জানা নেই। ইসলামী বইগুলো তো আগে কিনতে ভয় লাগত। বই পড়া, বই সংগ্রহে রাখা নিয়ে আমাদের মধ্যে ভীতি কাজ করত। এখন সেই ভয় নেই। তাই বন্ধুদের সঙ্গে নিয়ে মেলায় এসেছি। অনেকগুলো স্টল ঘুরে আট-দশটা বই কিনেছি। এসব বই বিভিন্ন ইসলামী স্কলারদের লেখা। কোরআন-হাদিস শিক্ষার সঙ্গে সঙ্গে দ্বীনি ইলেম ও আমলের অভ্যাস গড়তে ইসলামী বই পড়াটা জরুরি।

মেলার আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ১০টায় মেলা প্রাঙ্গণ খুলে দেওয়ার পর রাত ১০টায় মেলার স্টল বন্ধ করা হয়। বইমেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে সায়েন্স কার্নিভ্যাল, ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী, ফটোগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী, বই পড়া ও কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা, হামদ, নাত ও নাশিদ সন্ধ্যা এবং পুরস্কার বিতরণের ব্যবস্থা করা হয়।

ওয়ান উম্মাহ ডিবি নিবেদিত ও দ্য নরমেটিভ আয়োজিত ইনকিলাব বইমেলার সমাপনী হবে শনিবার। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় এ মেলার উদ্বোধন হয়।

ফরহাদুজ্জামান ফারুক/এসএসএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *