মেহেরপুরে পাঁচ গুণী শিক্ষক পেলেন সম্মাননা

মেহেরপুরে পাঁচ গুণী শিক্ষক পেলেন সম্মাননা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মেহেরপুরে গুণী পাঁচ শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর)  বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিক্ষকদের এ সম্মাননা প্রদান করা হয়।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মেহেরপুরে গুণী পাঁচ শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর)  বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিক্ষকদের এ সম্মাননা প্রদান করা হয়।

জেলা প্রশাসক সিফাত মেহনাজ জেলার গুণী ৫ শিক্ষকের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন। 

সম্মাননা প্রাপ্ত শিক্ষকরা হলেন, গাংনী  বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলারা আফরোজ, আমঝুপি ফাজিল মাদরাসার এবতেদায়ী মৌলভী আহসানুজ্জামান, একই মাদরাসার আইসিটি সহকারী শিক্ষক দিলরুবা পারভীন, মেহেরপুর দারুল উলুম আহমদীয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক সোলায়মান হোসেন, এবং বামুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হাফিজুর রহমান বকুল।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রনি আলম নুর,সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল আমিন, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, পুলিশ পরিদর্শক আব্দুল আলিম, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আখতারুজ্জামান।

জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর। বাবা মা সন্তানের লালন পালনের দায়িত্ব নিলেও সন্তানকে শিক্ষা দেন শিক্ষক। সকল শিক্ষক শ্রদ্ধেয়। প্রত্যেক শিক্ষক সম্মানীয়। শিক্ষকেদর মর্যাদা যেন কোনও ক্রমে নষ্ট না হয়, কোনো শিক্ষকের মনে যেন শিক্ষার্থী দুঃখ না দেয় সে বিষয়ে সকলকে দায়িত্ববান হতে হবে। 

শিক্ষকদের উদ্দেশ্য করে জেলা প্রশাসক বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্ববান হতে হবে। সরকারি বিদ্যালয়ে লেখাপড়ার মান বৃদ্ধি করতে হবে। 

আকতারুজ্জামান/এমএসএ 

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *