মৃত্যুর মুখ থেকে শিশুকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন বাংলাদেশি

মৃত্যুর মুখ থেকে শিশুকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন বাংলাদেশি

নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সিঙ্গাপুরে এক শিশুকে বাঁচিয়েছেন বাংলাদেশ ও মিয়ানমারের দুই প্রবাসী। গত ২০ অক্টোবর দেশটির ৩৫০সি ক্যানবেরা রোডের বাড়িতে একটি শিশু তিনতলা ভবনের সানশেডের ওপর চলে আসে। শিশুটি এমন জায়গায় ছিল পা ফসকে গেলে সে তিন তলা থেকে সোজা নিচে পড়ে যেত।

নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সিঙ্গাপুরে এক শিশুকে বাঁচিয়েছেন বাংলাদেশ ও মিয়ানমারের দুই প্রবাসী। গত ২০ অক্টোবর দেশটির ৩৫০সি ক্যানবেরা রোডের বাড়িতে একটি শিশু তিনতলা ভবনের সানশেডের ওপর চলে আসে। শিশুটি এমন জায়গায় ছিল পা ফসকে গেলে সে তিন তলা থেকে সোজা নিচে পড়ে যেত।

এমন সময় সাইকেলে করে নিজ বাড়িতে যাচ্ছিলেন বাংলাদেশি প্রবাসী জহির। শিশুটিকে এই অবস্থায় দেখে সেখানে দ্রুত ছুটে যান তিনি। ওই সময় সেখানে উপস্থিত হন মিয়ানমারের প্রবাসী সা থা ইয়ু।

জহির শিশুটিকে বাঁচাতে প্রথমে ভবনের সিঁড়ি দিয়ে তিনতলার ওই ফ্লাটটিতে যান এবং দরজায় ধাক্কা দেন। কিন্তু কেউ দরজা না খোলায় তিনি নিচে নেমে আসেন। তখন মিয়ানমারের ওই প্রবাসীর সঙ্গে মিলে সিদ্ধান্ত নেন তিন তলার ওই সানশেডে উঠে শিশুটিকে উদ্ধার করবেন।

এর অংশ হিসেবে জহির ধাক্কা দিয়ে সা থা ইয়ুকে দোতালার সানশেডে ওঠান। এরপর তাকে তোলেন সা থা ইয়ুক। এরপর জহির সা থা ইয়ুকে তৃতীয় তলায় ওঠান। আর নিজে দোতালায় অপেক্ষা করতে থাকেন। সা থা ইয়ু খুব সতর্কতার সঙ্গে তৃতীয় তলায় উঠে শিশুটিকে ফ্ল্যাটের ভেতরে নিয়ে যান। ওই সময় তিনি ফ্ল্যাটে প্রাপ্তবয়স্ক এক ব্যক্তিকে দেখতে পান।

ঝুঁকি নিয়ে শিশুটিকে বাঁচানোয় এ দুজনকে সিঙ্গাপুরে এসসিডিএফ কমিউনিটি লাইফসেভার পুরস্কার দেওয়া হয়েছে।

এমন মানবিক কাজের জন্য প্রশংসায় ভাসছেন তারা দুজন। এ দুজনকে নিয়ে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে একাধিক খবর প্রকাশ করা হয়েছে।

সূত্র: এশিয়া ওয়ান

এমটিআই

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *