মিডিয়া সংস্কার কমিশনে মফস্বলের প্রতিনিধি থাকবেন : শফিকুল আলম

মিডিয়া সংস্কার কমিশনে মফস্বলের প্রতিনিধি থাকবেন : শফিকুল আলম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অচিরেই মিডিয়া সংস্কার কমিশন গঠিত হবে। যেখানে ঢাকা থেকে শুরু করে বিশেষ করে মফস্বল সাংবাদিকদের প্রতিনিধিত্ব থাকবে। কারণ অনেক কষ্ট করে মফস্বল সাংবাদিকরা গুরুত্বপূর্ণ সংবাদ সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেন। মফস্বলের সাংবাদিকদের সম্মানীসহ নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় বক্তব্য তুলে ধরার জন্য মিডিয়া সংস্কার কমিশনে মফস্বলের সাংবাদিকদের মধ্য থেকে প্রতিনিধি সম্পৃক্ত করা হবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অচিরেই মিডিয়া সংস্কার কমিশন গঠিত হবে। যেখানে ঢাকা থেকে শুরু করে বিশেষ করে মফস্বল সাংবাদিকদের প্রতিনিধিত্ব থাকবে। কারণ অনেক কষ্ট করে মফস্বল সাংবাদিকরা গুরুত্বপূর্ণ সংবাদ সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেন। মফস্বলের সাংবাদিকদের সম্মানীসহ নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় বক্তব্য তুলে ধরার জন্য মিডিয়া সংস্কার কমিশনে মফস্বলের সাংবাদিকদের মধ্য থেকে প্রতিনিধি সম্পৃক্ত করা হবে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে মাগুরায় পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, বাংলাদেশে প্রায় দেড় কোটি হিন্দু ভাই-বোন আছে। এবারের দুর্গাপূজায় প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। দু’একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আমরা চাই দেশে অন্তত আরেকটি ঘটনা যেন না ঘটে। আমরা চাই দেশের হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা যেন তারা  শান্তিপূর্ণভাবে আনন্দমুখর পরিবেশে পালন করতে পারে।

তিনি আরও বলেন, মুসলিমরা যেভাবে ঈদ উৎসব পালন করেন, একইভাবে সনাতন ধর্মাবলম্বীরা তাদের এই উৎসব পালন করুক। সেক্ষেত্রে যত ধরনের নিরাপত্তা দরকার সে ব্যবস্থা জেলায় জেলায় নেওয়া হয়েছে।

প্রেস সচিব বিকেল সাড়ে ৪টায় মাগুরা শহরের সাতদোহা ন্যাংটা বাজার আশ্রম পরিদর্শন করেন। পরে জামরুল তলা পূজামণ্ডপ, ছানার বটতলা মণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের স্থানীয় ব্যক্তি এবং উপস্থিত পূজারিদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল কাদের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডুসহ অনেকে উপস্থিত ছিলেন।

তাছিন জামান/এসএসএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *