জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর। ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে আসিফ আকবর পরিচিত পান। শুধুই পরিচিতি নয়, প্রথম অ্যালবাম দিয়ে দেশব্যাপী আলোড়ন তৈরি করেন তিনি।
জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর। ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে আসিফ আকবর পরিচিত পান। শুধুই পরিচিতি নয়, প্রথম অ্যালবাম দিয়ে দেশব্যাপী আলোড়ন তৈরি করেন তিনি।
এরপর ভক্ত-অনুরাগীদের অসংখ্য গান উপহার দিয়েছেন। দর্শকমহল থেকে পেয়েছেন ভালোবাসা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংগীত শিল্পী তার মা-বাবাকে নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন।
যেখানে বাবা মায়ের ৬৪তম বিয়ে বার্ষিকী উল্লেখ করি লিখেছেন, ‘৬৪তম বিয়ে বার্ষিকীর শুভেচ্ছা প্রয়াত শ্রদ্ধেয় আব্বা-আম্মা। রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা। আল্লাহ আপনি মহান।’
পোস্টের কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরাও সংগীত শিল্পীর প্রয়াত বাবা মায়ের জন্য দু’আ করেছেন। আহমেদ ফয়ের নামে একজন লিখেছেন, ‘আল্লাহ আপনার আম্মা আব্বাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন।’
সাগর হাসান লিখেছেন, ‘আল্লাহ সর্ব শক্তিমান, রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা।’ রোহান নামে আরে অনুরাগীরা ভাষ্য, ‘আল্লাহ আপনার আব্বা আম্মাকে জান্নাতের মাকাম দান করুক আমিন।’
প্রসঙ্গত, অডিও অ্যালবামের পাশাপাশি প্লেব্যাকেও সমান জনপ্রিয় আসিফ আকবর। অডিওর আগে প্লেব্যাক দিয়ে ক্যারিয়ার শুরু তার। ১৯৯৮ সালে ডলি সায়ন্তির সঙ্গে ডুয়েট গান করেন ‘রাজা নাম্বার ওয়ান’ সিনেমায়। তখনও পরিচিতি পাননি তিনি।
এখন পর্যন্ত অনেকগুলো আসিফ আকবরের চলচ্চিত্রের সংখ্যা অসংখ্য। সামিয়া জামান পরিচালিতে ‘রানী কুঠির বাকী ইতিহাস’ চলচ্চিত্রে গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
এমআইকে