মানারাতের ট্রাস্টি সদস্যদের ওপর ছাত্রলীগের হামলা

মানারাতের ট্রাস্টি সদস্যদের ওপর ছাত্রলীগের হামলা

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্যদের ওপর হামলা ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন কয়েকজন ছাত্রলীগ কর্মী ও সম্প্রতি বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত হওয়া শিক্ষকরা।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্যদের ওপর হামলা ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন কয়েকজন ছাত্রলীগ কর্মী ও সম্প্রতি বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত হওয়া শিক্ষকরা।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গুলশানের ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

এর আগে বিশ্ববিদ্যালয়টির গুলশান ক্যাম্পাস আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের গুঞ্জন ওঠে। এর প্রতিবাদে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা।

বুধবার ক্যাম্পাস স্থানান্তর নিয়ে শিক্ষার্থীদের দাবির বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় ট্রাস্টি বোর্ডের সদস্যরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করেন। মতবিনিময় সভা শেষে ট্রাস্টি বোর্ডের সদস্যদের ওপর এ হামলার ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, হামলায় জড়িতরা ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। এর আগে বিশ্ববিদ্যালয়ের আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাস বিক্রির ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার দায়ে চাকরি হারানো শিক্ষকরাও এ হামলায় জড়িত বলে জানান তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, প্রক্টরের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে যারা মাস্তানি ও বাধার সৃষ্টি করেছে, ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

২০২২ সালের ৮ সেপ্টেম্বর মানারাতের ট্রাস্টি বোর্ড দখলে নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়ের আতিকুর রহমানসহ গঠিত ১৩ সদস্যের কমিটি। পরে ওই কমিটি বিশ্ববিদ্যালয়টির আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাস বিক্রির চেষ্টা করে। তবে শিক্ষার্থীদের আন্দোলনে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হলে আত্মগোপনে চলে যান ট্রাস্টের দখল নেওয়া চেয়ারম্যান আতিকুর রহমানসহ অন্য সদস্যরা। আইনি প্রক্রিয়া শেষে বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ ফিরে পায় আগের ট্রাস্টি বোর্ড।

টিআই/এসএসএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *