ভেজাল শিশুখাদ্য তৈরি, কারখানা বন্ধ করে দুই লাখ জরিমানা

ভেজাল শিশুখাদ্য তৈরি, কারখানা বন্ধ করে দুই লাখ জরিমানা

সাভারে ভেজাল শিশুখাদ্য উৎপাদনের অভিযোগে ফরচুন ফুড ইন্ডাস্ট্রিজের কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কারখানাটি বন্ধ করে মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

সাভারে ভেজাল শিশুখাদ্য উৎপাদনের অভিযোগে ফরচুন ফুড ইন্ডাস্ট্রিজের কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কারখানাটি বন্ধ করে মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হলমার্কের ভেতরে অবস্থিত কারখানাটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মন্ডলের নেতৃতে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, ফরচুন ফুড ইন্ডাস্ট্রিজ ওই কারখানার ভেতরে ৯টি শিশুখাদ্য উৎপাদন করতো। কিন্তু তাদের ৯টি পণ্যে বিভিন্ন স্থানের ঠিকানা ব্যবহার করা হলেও একই স্থানে পণ্য উৎপাদন করা হতো। এছাড়াও কারখানারটির কোনো বিএসটিআইয়ের অনুমোদন না থাকলেও বিএসটিআইয়ের লোগো ব্যবহার করছিল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মন্ডল বলেন, কারখানাটির কোনো অনুমোদন পাওয়া যায়নি। অস্বাস্থ্যকর পরিবেশে কারখানাটিতে শিশুখাদ্য উৎপাদন করা হতো। এছাড়া কারখানাটিতে কোনো ক্যামিস্ট পাওয়া যায়নি। কারখানার বিভিন্ন অসঙ্গগতির কারণে মালিককে ২ লাখ টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। 

লোটন আচার্য্য/আরএআর

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *