ভারতে অনুপ্রবেশের চেষ্টা, শেরপুরে আটক ১

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, শেরপুরে আটক ১

শেরপুরের তাওয়াকুচা সীমান্তের রাঙাজান এলাকা থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আজিজুল হক (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শেরপুরের তাওয়াকুচা সীমান্তের রাঙাজান এলাকা থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আজিজুল হক (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিকেল ৪টায় শেরপুর তাওয়াকুচা সীমান্ত এলাকায় পিলার ১০৯৭/৪ এসের ৪০০ গজ বাংলাদেশের মধ্যে রাঙাজান এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আজিজুল হকের বাড়ি রাজশাহী জেলার গোদাগারী উপজেলায় বাসপুর গ্রামে। তিনি বাসপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। আজিজুল হককে আটক করার সময় তার কাছে ৯ হাজার ৫০০ বাংলাদেশি টাকা ও একটি বাটন ফোন পাওয়া যায়।

আটক ব্যক্তিকে শেরপুরের শ্রীবরর্দী থানা পুলিশের নিকট সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, আসামিকে এখনো থানায় দেওয়া হয়নি। তাকে থানায় সোপর্দ করা হলে আমরা সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেব।

নাইমুর রহমান/এফআরএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *