বেরোবির আবু সাঈদ নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বেরোবির আবু সাঈদ নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলীর নির্দেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির সদস্যরা হলেন— প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মিজানুর রহমান, সদস্যসচিব বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান এবং একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আমির শরীফ।

এ কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সাঈদ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ। আবু সাঈদ নিহত হওয়ার পর সারাদেশে আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পরে। এরই ধারাবাহিকতায় গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়।

শিপন তালুকদার/এমএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *