বৃহস্পতিবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়কপথ অবরোধের ডাক 

বৃহস্পতিবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়কপথ অবরোধের ডাক 

খাগড়াছড়ির পানছড়িতে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীকে হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল-সন্ধ্যা সড়কপথ অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। 

খাগড়াছড়ির পানছড়িতে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীকে হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল-সন্ধ্যা সড়কপথ অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। 

ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা ৩১ অক্টোবর খাগড়াছড়ি জেলায় সড়কপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, আজ সকাল ১০টার দিকে নব্যমুখোশ বাহিনীর একদল সশস্ত্র সন্ত্রাসী খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় ইউপিডিএফ কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এতে ইউপিডিএফের তিনজন কর্মী (সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা) ঘটনাস্থলে নিহত হন।

বিবৃতিতে ইউপিডিএফ নেতা অবিলম্বে পানছড়িতে তিন ইউপিডিএফ কর্মীকে হত্যার সঙ্গে জড়িত নব্যমুখোশ সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অংগ্য মারমা আগামীকাল খাগড়াছড়ি জেলায় ঘোষিত সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি সফল করতে জেলার সকল যানবাহন মালিক-শ্রমিকসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। 

মোহাম্মদ শাহজাহান/আরএআর

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *