ঘড়ির কাঁটা তখন সন্ধ্যা প্রায় সাতটা। বাফুফে ভবনে পা রাখলেন সাফ চ্যাম্পিয়নরা। ততক্ষণে বাফুফে ভবনের সামনে অনেক সমর্থক ও গণমাধ্যম। অনেকটা ঠেলাঠেলি করেই ভবনে প্রবেশ করেন সাবিনারা।
ঘড়ির কাঁটা তখন সন্ধ্যা প্রায় সাতটা। বাফুফে ভবনে পা রাখলেন সাফ চ্যাম্পিয়নরা। ততক্ষণে বাফুফে ভবনের সামনে অনেক সমর্থক ও গণমাধ্যম। অনেকটা ঠেলাঠেলি করেই ভবনে প্রবেশ করেন সাবিনারা।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিকেল সোয়া পাঁচটায় আসেন বাফুফে ভবনে। সাবিনারা আসার পর বাফুফের তৃতীয় তলায় কনফারেন্স রুমে যান উপদেষ্টা। সেখানে খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন উপদেষ্টা। তার সঙ্গে রয়েছে মন্ত্রণালয় ও এনএসসির কর্মকর্তারা।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে বাংলাদেশ নারী সাফজয়ী দলটা রওনা হয়েছে বিশেষ ছাদ খোলা বাসে। দুপুর ২টা ১৫ মিনিটে চ্যাম্পিয়নরা এসে নেমেছিলেন বাংলাদেশের মাটিতে। এরপর বিমানবন্দরেই সাংবাদিকদের সামনে কথা বলেন কোচ বাটলার আর অধিনায়ক সাবিনা খাতুন।
অন্যান্য আনুষ্ঠানিকতা সেরে দলটি রওনা দেয় বাফুফে ভবনের দিকে। যেখানে জড়ো হয়েছেন সমর্থকরা। আছেন সাংবাদিকরাও। বাংলাদেশ ফুটবলের কেন্দ্রবিন্দু যে ভবনকে ঘিরে সেই ভবনেই চলবে বাকি আনুষ্ঠানিকতা। বিমানবন্দর থেকে বাফুফে ভবন পর্যন্ত যেতে সময় লেগেছে প্রায় ৩ ঘণ্টা।
বাফুফে ভবনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিকেলে চ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধান উপদেষ্টা ড. ইউনুস নারী দলকে একদিন সংবর্ধনা জানাবেন বলেও এক বিজ্ঞপ্তিতে জানা গেছে।
এজেড/জেএ