বাগেরহাটে ইউএনওর অপসারণ দাবিতে বিএনপির বিক্ষোভ

বাগেরহাটে ইউএনওর অপসারণ দাবিতে বিএনপির বিক্ষোভ

বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেনকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। 

বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেনকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা ডাকবাংলো মোড়ে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি নেতা ইফতেখার আহমেদ পলাশ, যুবদলের আহ্বায়ক মুশফিকুর জামান রিপন, সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মোল্লা রাজু আহমেদ, শেখ আলমগীর কবির প্রমুখ।

বক্তারা বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বৈরাচার আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের চেষ্টা করছেন। তার অংশ হিসেবে সোমবারের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ফকিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যানদের ডাকা হয়েছে। এছাড়া বিভিন্নভাবে এই ইউএনও আওয়ামী লীগের লোকদের সুবিধা দেওয়ার চেষ্টা করছে। আমরা এই ইউএনওর অপসারণ চাই।

এ বিষয়ে ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেন বলেন, ২৩ সেপ্টেম্বর উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়। দলীয় পদ-পদবি বিবেচনায় কাউকে আমন্ত্রণ করা হয়নি। মন্ত্রণালয়ের নির্দেশনায় আমন্ত্রণ জানানো হয়েছে। এটি নিয়ে কেউ কেউ ভুল বুঝেছেন। আগামী মাসের আইন শৃঙ্খলা সভায় সব সুধীজনদের আমন্ত্রণ জানানো হবে বলে জানান তিনি।

শেখ আবু তালেব/জেডএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *