বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরুর আগে নতুন শঙ্কা

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরুর আগে নতুন শঙ্কা

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ শুরু হবে আগামী ২১ আগস্ট থেকে। তবে রাওয়ালপিন্ডিতে হতে যাওয়া প্রথম টেস্টের আগে নতুন শঙ্কা উঁকি দিচ্ছে। ওই সময়ে আবহাওয়া পরিস্থিতি প্রতিকূল থাকার পাশাপাশি বৃষ্টিতে ম্যাচটি ভেস্তে যেতে পারে জানা গেছে পূর্বাভাসে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ শুরু হবে আগামী ২১ আগস্ট থেকে। তবে রাওয়ালপিন্ডিতে হতে যাওয়া প্রথম টেস্টের আগে নতুন শঙ্কা উঁকি দিচ্ছে। ওই সময়ে আবহাওয়া পরিস্থিতি প্রতিকূল থাকার পাশাপাশি বৃষ্টিতে ম্যাচটি ভেস্তে যেতে পারে জানা গেছে পূর্বাভাসে। 

দেশটির সংবাদমাধ্যম জিও সুপার ও ক্রিকেট পাকিস্তান বলছে, পাকিস্তানের আবহাওয়া বিষয়ক বিভাগের খবরে জানা গেছে– রাওয়ালপিন্ডি টেস্টের ২১-২৫ আগস্টের প্রতিদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, এই মুহূর্তে ভেন্যু প্রস্তুতের কাজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতিকূল আবহাওয়ার কারণে। পিচ প্রস্তুতের কাজও এখনও শুরু করতে পারেননি মাঠকর্মীরা।

সূত্রমতে প্রতিবেদনে বলা হয়, কোন পিচে সিরিজের প্রথম টেস্ট খেলা হবে সেটি এখনও চূড়ান্ত করা হয়নি। বর্তমানে দুই দলই রোমাঞ্চকর লড়াই উপহার দিতে অনুশীলনে ঘাম ঝরাচ্ছে। একইসঙ্গে টেস্ট সিরিজ শুরুর আগেই আবহাওয়া পরিস্থিতি উন্নত হবে বলেও প্রত্যাশা তাদের। সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে করাচির ন্যাশনাল ব্যাংক ক্রিকেট স্টেডিয়ামে, ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর। দ্বিতীয় ম্যাচটি হবে দর্শকশূন্য মাঠে, কারণ ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষ্যে সংস্কার কাজ চলছে করাচি স্টেডিয়ামের গ্যালারিতে।

অন্যদিকে, মূল দলের সিরিজ শুরুর আগে বাংলাদেশ ‘এ’ দল ও পাকিস্তান শাহিনস চারদিনের দুটি আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ খেলছে। ইসলামাবাদে চলমান প্রথম ম্যাচের ‍তৃতীয় দিনে গতকাল (বৃহস্পতিবার) একটি বলও মাঠে গড়ায়নি বৃষ্টির বাধায়। ম্যাচের প্রথম ইনিংসে স্বাগতিকরা ২৪৫ রানের বড় লিড নিয়েছে। যেখানে খেলছেন মুশফিকুর রহিম, মুমিনুল হকসহ বাংলাদেশ জাতীয় দলের অন্তত পাঁচজন ক্রিকেটার।

সিরিজ উপলক্ষ্যে বাংলাদেশ নির্ধারিত সময়ের চেয়ে চারদিন আগে পাকিস্তানে পা রেখেছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নতুন সরকার গঠিত হলেও, কয়েকদিন দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ছিল ভঙ্গুর। সেই পরিস্থিতিতে কয়েকদিনই অনুশীলন স্থগিত করতে হয়েছে ক্রিকেটারদের। পরে আগেভাগে পাকিস্তানে গিয়ে অনুশীলন সুবিধা চেয়ে পিসিবির কাছে আবেদন করলে, তাতে তারা সায় দেয়।

এএইচএস 

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *