বাংলাদেশ আর ভারতের সেবাদাসে পরিণত হবে না : মামুনুল হক

বাংলাদেশ আর ভারতের সেবাদাসে পরিণত হবে না : মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, গত ১৫ বছর ধরে ভারত বাংলাদেশের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের স্বার্থ হাসিল করার জন্য ১৮ কোটি মানুষের স্বার্থের কথা তারা চিন্তা করেনি। তাই বাংলার মানুষ শেখ হাসিনাকে বিতাড়িত করে ভারতকে উচিত জবাব দিয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, গত ১৫ বছর ধরে ভারত বাংলাদেশের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের স্বার্থ হাসিল করার জন্য ১৮ কোটি মানুষের স্বার্থের কথা তারা চিন্তা করেনি। তাই বাংলার মানুষ শেখ হাসিনাকে বিতাড়িত করে ভারতকে উচিত জবাব দিয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি। 

মামুনুল হক বলেন, বাংলাদেশ আর কোনোও দিন ভারতের সেবাদাসে পরিণত হবে না। ভারতের কোনোও দালাল সরকার বাংলাদেশের ক্ষমতায় বসতে পারবে না। ভারত আমাদের প্রতিবেশী বন্ধু, বন্ধুর মতো থাকবে। আবারও যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত নাক গলাতে আসো তাহলে তাদের উচিত জবাব দেওয়া হবে। 

তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছিলেন। এই দেশের ১৮ কোটি মানুষকে নরেন্দ্র মোদির গোলাম বানাতে চেয়েছিলেন। সেই সাথে এই দেশের কোটি কোটি টাকা তিনি বিদেশে পাচার করেছেন। বর্তমানেও শেখ হাসিনা ৫ আগস্টের গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে ভারত বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে ষড়যন্ত্রকারীদের বিরদ্ধে।

মামুনুল হক বলেন, শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার এটা করতে ব্যর্থ হলে এদেশের মানুষ বরদাস্ত করবে না। শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের সদস্য, সকল দুর্নীতিবাজ কর্মকর্তা, কর্মচারীদের বিচারের আওতায় আনতে হবে। গত ১৫ বছরে বিদেশে পাচার হওয়া টাকা ফেরত এনে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। এগুলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চ্যালেঞ্জ।

গণসমাবেশ শেষে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ এবং বিভিন্ন জেলার বন্যাদুর্গত মানুষদের জন্য দোয়া করা হয়।

রায়হান আলীম তামিম/আরএআর

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *