বাংলাদেশে এখন লেবেল প্লেয়িং ফিল্ড হতে যাচ্ছে : খসরু

বাংলাদেশে এখন লেবেল প্লেয়িং ফিল্ড হতে যাচ্ছে : খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশে দীর্ঘদিন লেবেল প্লেয়িং ফিল্ড অনুপস্থিত ছিল; এখন লেবেল প্লেয়িং ফিল্ড হতে যাচ্ছে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশে দীর্ঘদিন লেবেল প্লেয়িং ফিল্ড অনুপস্থিত ছিল; এখন লেবেল প্লেয়িং ফিল্ড হতে যাচ্ছে।’

শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন শামা ওবায়েদ। যদিও সম্প্রতি ফরিদপুরে মারামারি ঘটনায় বিএনপি থেকে শামা ওবায়েদের সকল পদ স্থগিত করার গুঞ্জন রয়েছে।

আমির খসরু বলেন, ‘ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে আমাদের দ্বিপাক্ষিক বিষয়গুলো আলোচনা করেছি। দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য অর্থনৈতিক সবকিছু আলোচনায় এসেছে। আমাদের সকলের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে একে অপরের সঙ্গে যে সম্পর্ক সেটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আলোচনা হয়েছে। আঞ্চলিক সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। আমাদের পুরো দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে কী করতে পারি, পুরো অঞ্চল নিয়ে আলোচনা হয়েছে।’

আমির খসরু বলেন, ‘দুই দেশের মধ্যে যে সম্ভাবনাগুলো আছে, ব্যবসা-বাণিজ্য অর্থনৈতিক সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করেছি। মূলত ব্যবসা-বাণ্যিজ্যের ভিত্তিটা হলো কমপারেটিভ অ্যাডভান্টেজের ভিত্তি যা বাংলাদেশে অনেকদিন অনুপস্থিত ছিল। যেখানে পৃষ্ঠপোষকতার একটা ব্যবসা-বাণিজ্য ছিল। যার কারণে কিছু লোক লাভবান হয়েছে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। আমারা আলোচনা করেছি বাংলাদেশে এখন লেবেল প্লেয়িং ফিল্ড হতে যাচ্ছে। এই লেবেল প্লেয়িং ফিল্ডে কমপারেটিভ অ্যাডভান্টেজের ভিত্তিতে যাদের যেখানে অ্যাডভান্টেজ আছে সেখানে একে অপরকে সহযোগিতা করব।’

তিনি বলেন, ‘বাংলাদেশে যে পররাষ্ট্রনীতি, জাতীয়তাবাদী দলের যে পররাষ্ট্রনীতি; সকলের সঙ্গে সুসম্পর্কের মাধ্যমে আমরা আমাদের পররাষ্ট্রনীতিকে এগিয়ে নিতে চাই। সব ধরনের সহযোগিতাসহ কীভাবে এগিয়ে যাব, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। আমরা মনে করি সবার জন্য সমান অধিকার রেখে লেবেল প্লেয়িং ফিল্ড রেখে এই দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক সহযোগিতার দিকে আমরা এগিয়ে নিয়ে যাব।’

বন্যা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘বন্যা ইস্যুতে দলের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন আমি আগামীকাল যাব। এখন বন্যা নিয়ে কথা বললে ইস্যুটা ডাইভার্ট হয়ে যাবে। আমি তো বলতে পারি কিন্তু আজকের ফোকাস তো থাকবে না। প্রত্যেকটা মিটিংয়ের একটা ভবিষ্যৎ আছে না? আপনারা তো রিপোর্ট করবেন বাংলাদেশের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে; আজকের মিটিংটা একটা গুরুত্বপূর্ণ’ মিটিং। একটা পরিবর্তিত প্রেক্ষাপটে একটা গুরুত্বপূর্ণ মিটিং সুতরাং এটাকে আপনারা ফোকাস করেন।’

এএইচআর/এমজে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *