চট্টগ্রাম টেস্টের প্রথমদিন বাংলাদেশের বিপক্ষে ম্যাচের লাগাম নিজেদের হাতে রেখেছে দক্ষিণ আফ্রিকা। দিন শেষে ২ উইকেটে প্রোটিয়াদের সংগ্রহ ৩০৭ রান। সফরকারীদের হয়ে টনি ডি জর্জি এবং ত্রিস্টান স্টাবসের সেঞ্চুরির সুবাদে এখন পর্যন্ত চালকের আসনে সফরকারীরা। দুই ব্যাটারই এদিন (মঙ্গলবার) নিজেদের প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়েছেন।
চট্টগ্রাম টেস্টের প্রথমদিন বাংলাদেশের বিপক্ষে ম্যাচের লাগাম নিজেদের হাতে রেখেছে দক্ষিণ আফ্রিকা। দিন শেষে ২ উইকেটে প্রোটিয়াদের সংগ্রহ ৩০৭ রান। সফরকারীদের হয়ে টনি ডি জর্জি এবং ত্রিস্টান স্টাবসের সেঞ্চুরির সুবাদে এখন পর্যন্ত চালকের আসনে সফরকারীরা। দুই ব্যাটারই এদিন (মঙ্গলবার) নিজেদের প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়েছেন।
দ্বিতীয় উইকেট জুটিতে ২০১ রান যোগ করেন ডি জর্জি ও স্টাবস। দিনের খেলা শেষ হওয়ার অল্প সময় বাকি থাকতেই ১৯৮ বলে ১০৬ রানের ইনিংস খেলে বিদায় নেন স্টাবস। তবে ডি জর্জি অপরাজিত আছেন ১৪১ রানে। ২১১ বলে ১০টি চার ও ৩টি ছয় মেরেছেন এই ওপেনার। খেলা শেষে ডি জর্জিকে প্রশংসায় ভাসিয়েছেন স্টাবস।
সংবাদ সম্মেলনে স্টাবস বলেন, ‘আসলে ম্যাচের আগে আমার প্ল্যান ছিল সুইপ (শট) খেলব। তবে প্রথাগত সুইপ খেলতে গিয়ে কিছুটা সংগ্রাম করতে হয়েছে। যে কারণে রিভার্স সুইপ বেশি খেলেছি। টনি (ডি জর্জি) আজ দারুণ সব সুইপ খেলেছে। যেদিন যে শট ব্যাট-বলে যথার্থ হয়, আপনি সেটাই কাজে লাগাতে চাইবেন। আজকে এই কাজটা সে ভালোভাবে করেছে।’
নিজেদের ব্যাটিং বেশ উপভোগ করছেন বলেও উল্লেখ করেছেন স্টাবস, ‘আমি আসলে দেখিনি (এইডেন) মারক্রাম কীভাবে আউট হয়েছে। শুরুতে আমি কিছুটা নার্ভাস ছিলাম। টনির সঙ্গে ব্যাট করতে দারুণ লেগেছে। সে অনেক শান্ত ছিল। দারুণভাবে এগোচ্ছিল সে। তাকে অনেক কৃতিত্ব দিতে হবে আমার। লাঞ্চের পর সে কিছুটা ক্র্যাম্প (পায়ে টানা লাগা) করল। সারাদিন খেলে যাওয়ার ক্ষেত্রে আসলে মানসিকভাবে অনেক শক্ত হতে হবে আপনাকে, যা অবিশ্বাস্য ছিল। আমরা একে অপরকে বলছিলাম এমনি এমনি কিছু পেয়ে গেছি এরকমটা ভাবা চলবে না। তার সাথে ব্যাটিংটা দারুণ উপভোগ্য ছিল।’
এসএইচ/এএইচএস