বাংলাদে‌শিদের যেসব পরামর্শ দিয়েছে হ‌্যানয় দূতাবাস

বাংলাদে‌শিদের যেসব পরামর্শ দিয়েছে হ‌্যানয় দূতাবাস

ভিয়েতনামে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের টাইফুন ইয়াগি সম্প‌র্কে স‌চেতন থাকার পরামর্শ দিয়ে‌ছে হ‌্যানয়ের বাংলাদেশ দূতাবাস।

শুক্রবার (৭ সে‌প্টেম্বর) রা‌তে হ‌্যান‌য়ের বাংলা‌দেশ দূতাবাস ভিয়েতনামে বসবাসরদের জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি জা‌রি ক‌রে‌ছে।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, ভিয়েতনামে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকদের সদয় জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, শক্তিশালী টাইফুন ইয়াগি ইতোমধ্যে ভিয়েতনামে আঘাত হানতে শুরু করেছে এবং এর প্রভাবে আগামী দুইদিন উত্তর ও মধ্য-ভিয়েতনামে ভারী বর্ষণ এবং বন্যা সংঘঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলা‌দে‌শি‌দের করণীয় জা‌নি‌য়ে বিজ্ঞ‌প্তি‌তে বলা হ‌য়ে‌ছে, জরুরি মুহূর্তে সব-প্রকার দোকান-পাট বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে বিধায় আপদকালীন সময়ের জন্য প্রয়োজনীয় খাবার ও ওষুধ সংগ্রহে রাখা যেতে পারে।

টাইফুন আক্রান্ত এলাকায় ভ্রমণ না করে এই সময়ে নিরাপদে যার যার বাসস্থানে অবস্থান করার জন্য অনুরোধ করা হলো। আপডেটের জন্য স্থানীয় সংবাদ মনিটর করুন। 

ভিয়েতনামের সঙ্গে আন্তর্জাতিক বিমান চলাচল প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বিধায় ভিয়েতনাম ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশি নাগরিককে এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে ভ্রমণ করার জন্য অনুরোধ করা হলো।

টাইফুনকালীন জরুরি সাহায্যের জন্য ভিয়েতনামের নিম্নের নম্বরে যোগাযোগ করুন  ১১২ (জীবন বিপন্ন হওয়ার ঝুঁকি দেখা দিলে)  ১১৩ (পুলিশ সহায়তা)  ১১৫ (এম্বুলেন্স সহায়তা)

বিজ্ঞ‌প্তি‌তে আরও জানা‌নো হয়, বাংলাদেশ দূতাবাস, আগামী সোমবার (৯ সেপ্টেম্বর) যথারীতি খোলা থাকলেও প্রাকৃতিক বিপর্যয়ে স্বাভাবিক সেবা প্রদানে বিঘ্ন ঘটতে পারে। এমতাবস্থায় জরুরি প্রয়োজনে দূতাবাসের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

দূতাবা‌সে যোগাযো‌গের নম্বর : +৮৪-৮৯৬৩২১৮৬৮ (দূতালয় প্রধান)

এনআই/এসএম

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *