ভারতীয় রেকর্ডের চাপে পিষ্ট বাংলাদেশ। কথাটাকে এভাবে বললে খুব একটা আপত্তি করবেন না কেউই। ভারতে দুর্গাপূজার দশমীর উৎসবের শুভেচ্ছাটা টস করতে এসেই জানিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। উপহারটাও তারা দিয়ে দিল প্রায় সঙ্গে সঙ্গেই। এতক্ষণে খেলাপ্রেমী হোন বা না হোন, ভারতের আজকের সংগ্রহ আপনারা কাছে জানা হয়ে গিয়েছে।
ভারতীয় রেকর্ডের চাপে পিষ্ট বাংলাদেশ। কথাটাকে এভাবে বললে খুব একটা আপত্তি করবেন না কেউই। ভারতে দুর্গাপূজার দশমীর উৎসবের শুভেচ্ছাটা টস করতে এসেই জানিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। উপহারটাও তারা দিয়ে দিল প্রায় সঙ্গে সঙ্গেই। এতক্ষণে খেলাপ্রেমী হোন বা না হোন, ভারতের আজকের সংগ্রহ আপনারা কাছে জানা হয়ে গিয়েছে।
২০ ওভারে ২৯৭ রান তুলেছে ভারত। সাঞ্জু স্যামসনের ব্যাট থেকে ৪০ বলে সেঞ্চুরির রেকর্ড। সূর্যকুমারের দুর্দান্ত ফিফটি। ১৮ বলে হার্দিক পান্ডিয়ার ৪৭ রান। বল হাতে দেশের ইতিহাসে সবচেয়ে খরুচে স্পেল তানজিম হাসান সাকিবের। বাংলাদেশের বিপক্ষে ৩য় টি-টোয়েন্টিতে ভারতের রানবন্যার খুব সংক্ষিপ্ত বিবরণ এটি।
তবে খানিক তলিয়ে দেখলে অন্তত এক ডজন রেকর্ড গড়েছে ভারতের ব্যাটিং লাইনআপ। সেসব রেকর্ডে জাগতে পারে বিষ্ময়। সঙ্গে অনেকটা লজ্জাও চাইলে পেতে পারেন বাংলাদেশ ক্রিকেটের সমর্থক হিসেবে।
জেএ