বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগকর্মীর ছাত্রত্ব বাতিল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগকর্মীর ছাত্রত্ব বাতিল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় দুই ছাত্রলীগকর্মীর ছাত্রত্ব বাতিল করেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি। এ ঘটনায় আরও একজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় দুই ছাত্রলীগকর্মীর ছাত্রত্ব বাতিল করেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি। এ ঘটনায় আরও একজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুকুল আহমেদকে রাতভর নির্যাতনের ঘটনায় একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিদুল হক মঞ্জু ও শিহাব উদ্দিন পাটোয়ারী রিফাতের ছাত্রত্ব বাতিল এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের আহাদ খান রাফিকে এক বছরের বহিষ্কারাদেশের সুপারিশ করেছেন।

গত শনিবার রাতে অনুষ্ঠিত একটি শৃঙ্খলা কমিটিতে এই সুপারিশ করা হয়েছে। এটা সিন্ডিকেটে অনুমোদন হলে প্রজ্ঞাপন জারি করা হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ অক্টোবর ছাত্রলীগকর্মীদের নির্যাতনের শিকার হন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুকুল আহমেদ। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ৪০১৮নং কক্ষে রাতভর পাশবিক নির্যাতন করা হয় তাকে। এ ঘটনায় লিখিত অভিযোগ দিলেও এতদিন তা চাপা পড়েছিল।

সৈয়দ মেহেদী হাসান/এমজেইউ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *