ফ্রান্সে যাওয়ার আট দিন পর স্ট্রোকে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়।
ফ্রান্সে যাওয়ার আট দিন পর স্ট্রোকে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়।
ওই প্রবাসীর নাম ইব্রাহিম হোসেন বেপারী। তার বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।
জানা যায়, গত ১০ সেপ্টেম্বর ইব্রাহিম ফ্রান্সে যান এবং বসবাসের জন্য রাজনৈতিক আশ্রয় আবেদন করেন। ১৮ সেপ্টেম্বর সকালে এক মাসের রিসিপিচি (অ্যাসাইলামের প্রাথমিক প্রক্রিয়া) পেয়ে বাসায় ফেরার সময় রাস্তায় স্ট্রোক করে মারা যান।
ইব্রাহিম হোসেন বেপারীর স্বজনরা জানিয়েছেন, দেশে তার দুই সন্তান ও স্ত্রী রয়েছেন। তারা ইব্রাহিমের মরদেহ দেশে পাঠাতে কমিউনিটির সবার সহযোগিতা চেয়েছেন।
এসএসএইচ
ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।