ফরিদপুরে সাবেক পৌর মেয়র-উপজেলা চেয়ারম্যানসহ ৬ ছয়জনের নামে মামলা

ফরিদপুরে সাবেক পৌর মেয়র-উপজেলা চেয়ারম্যানসহ ৬ ছয়জনের নামে মামলা

ফরিদপুর পৌরসভার সদ্য সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অমিতাভ বোস এবং সদ্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামচুল আলম চৌধুরীসহ ছয়জনের নামে চাঁদাবাজি মামলা হয়েছে।

ফরিদপুর পৌরসভার সদ্য সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অমিতাভ বোস এবং সদ্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামচুল আলম চৌধুরীসহ ছয়জনের নামে চাঁদাবাজি মামলা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে ফরিদপুরের এক নম্বর আমলি আদালতে দ্রুত বিচার আইনে মামলাটি করেন সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান সরদার।

ওই আদালতের হাকিম জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসিম মাহমুদ মামলাটি আমলে নিয়ে তা নথিভুক্ত করতে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামানকে (ওসি) আদেশ দিয়েছেন।

অপর আসামিদের মধ্যে আছেন- ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জেল হোসেন, ফরিদপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ শেখ, ফরিদপুর জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা চুন্নু শেখ ও যুব লীগের কর্মী দিপংকর দাস।

মামলার আরজিতে উল্লেখ করা হয়, ভিন্ন দল করার কারণে আসামিরা লুৎফর সরদারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে এ বছরের ১৫ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে আসামিরা রামদা, ছ্যানদা, বল্লম, সড়কি, লোহার রড নিয়ে তাকে ভয় দেখায়। এ সময় তাদের ১ লাখ টাকা দিয়ে প্রাণ ভিক্ষা চাইলে লুৎফরকে মারধর করেন। এ সময় আসামিরা তার হাত-পা রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন। তার স্ত্রী এতে বাধা দিলে তাকেও ঘরে আটকে রাখা হয়। আসামিরা পরে ঘরের সমস্ত মালামাল ভাঙচুর করে ও নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যান।

মামলার বাদী লুৎফর রহমান জানান, আসামিরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে এতদিন কোনো কিছুই বলা যায়নি। বর্তমানে পরিস্থিতি অনুকূলে থাকায় মামলা করা হয়েছে।

জজ কোর্টের আইনজীবী মামুনুর রশিদ ঢাকা পোস্টকে বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে গ্রহণ করার জন্য ফরিদপুর কোতয়ালী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

ওসি মো. হাসানুজ্জামান জানান, আদালতের নির্দেশে লুৎফর সরদারের মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

ফরিদপুর পৌরসভার সদ্য সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অমিতাভ বোস, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামচুল আলম চৌধুরী এবং নর্থ চ্যানেল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জেল হোসেনের মোবাইল ফোন বন্ধ থাকায় এ ব্যাপারের তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জহির হোসেন/এফআরএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *