বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
রোববার (১৮ আগস্ট) সকালে ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এতে চরম ভোগান্তিতে পড়েন মহাসড়কে চলাচলকারীরা। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করে মহাসড়ক থেকে সরিয়ে দেন।
ছাত্র-ছাত্রীরা জানান, প্রধান শিক্ষক প্রণয় কান্তি অধিকারী স্কুল চালাতে বিভিন্ন ধরনের স্বেচ্ছাচারিতা, আর্থিক অনিয়ম ও শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। তিনি স্কুলে থাকলে প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হবে। এ জন্য তার পদত্যাগ দাবি করা হচ্ছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
প্রধান শিক্ষক প্রণয় কান্তি অধিকারী বলেন, যে-সব অভিযোগ এনে আমার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে তার একটিও সত্য না। মূলত একটি পক্ষ চায় না আমি এখানে প্রধান শিক্ষক হিসেবে থাকি। তাই কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে আমার বিরুদ্ধে আন্দোলন করানো হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলা হয়েছে। তাদের দাবি সঠিক হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আবদুল্লাহ খান বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে তোলা অভিযোগগুলোর তদন্ত চলছে। সেগুলোর সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সৈয়দ মেহেদী হাসান/এফআরএস