প্রকাশিত হয়েছে মনিরুজ্জামান উজ্জ্বলের ‘ভ্রমণকাহিনি’

প্রকাশিত হয়েছে মনিরুজ্জামান উজ্জ্বলের ‘ভ্রমণকাহিনি’

সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান উজ্জ্বলের ভ্রমণ বিষয়ক বই ‘ভ্রমণকাহিনি’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে ঝুমঝুমি প্রকাশন। প্রচ্ছদ এঁকেছেন চিত্রশিল্পী মামুন হোসাইন।

সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান উজ্জ্বলের ভ্রমণ বিষয়ক বই ‘ভ্রমণকাহিনি’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে ঝুমঝুমি প্রকাশন। প্রচ্ছদ এঁকেছেন চিত্রশিল্পী মামুন হোসাইন।

বইটির বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে মনিরুজ্জামান উজ্জ্বল বলেন, ‘বইটিতে আপাতত পাঁচটি দেশ- মালদ্বীপ, তুরস্ক, সৌদি আরব, দুবাই ও মালয়েশিয়া ভ্রমণের অভিজ্ঞতার গল্প থাকবে। গল্পগুলো পাঠের মাধ্যমে কল্পনায় দেশগুলো ঘুরে বেড়ানোর অনুভূতি লাভ করবেন পাঠকরা।’ 

বিশেষ করে সৌদি আরবের মক্কা ও মদিনাতে পবিত্র হজ পালনকালে নানা অভিজ্ঞতার টুকরো টুকরো গল্প হজ গমনেচ্ছুসহ অন্যদের অনেক অজানা তথ্য জানার আগ্রহ মেটাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মনিরুজ্জামান উজ্জ্বল আরও বলেন, ‘বইটি পাঠকপ্রিয়তা পেলে আগামী বইমেলায় সুইজারল্যান্ড, ইতালি, ফ্রান্স, জার্মানিসহ বিভিন্ন দেশের ভ্রমণ গল্প নিয়ে আরও একটি ভ্রমণগ্রন্থ প্রকাশের পরিকল্পনা আছে।’

সাংবাদিকতা পেশায় দুই যুগেরও বেশি সময় কাটিয়ে দিলেও এটি তার প্রকাশিত দ্বিতীয় বই। এর আগে ২০২৪ সালের বইমেলায় সাংবাদিকতা জীবনের বিভিন্ন জানা-অজানা নেপথ্যের ঘটনা নিয়ে ‘যাপিত জীবনের গল্প’ গ্রন্থটি প্রকাশিত হয়।

অধুনালুপ্ত ‘দৈনিক বাংলার বাণী’র মাধ্যমে মনিরুজ্জামান উজ্জ্বলের সাংবাদিকতার পথচলা শুরু। পরে দেশের শীর্ষস্থানীয় দুটি জাতীয় পত্রিকা ‘দৈনিক যুগান্তর’ ও ‘দৈনিক সমকাল’র রিপোর্টিং বিভাগে এক যুগেরও বেশি সময় কেটেছে। তারপর ইংরেজি জাতীয় দৈনিক ‘ঢাকা ট্রিবিউন’ হয়ে বর্তমানে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে প্ল্যানিং এডিটর হিসেবে কর্মরত।

এমএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *