পুরান ঢাকায় পুলিশকে ফুল দিয়ে বরণ করল জবি শিক্ষার্থীরা

পুরান ঢাকায় পুলিশকে ফুল দিয়ে বরণ করল জবি শিক্ষার্থীরা

ডিএমপির সূত্রাপুর থানা পুলিশকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ আগস্ট) পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে পুলিশকে এ শুভেচ্ছা জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা।

ডিএমপির সূত্রাপুর থানা পুলিশকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ আগস্ট) পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে পুলিশকে এ শুভেচ্ছা জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুল দিতে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী রিয়াজুর ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশ আজ থেকে দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার কাজে পুনরায় নিয়োজিত হয়েছে সেজন্য সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই।

তিনি বলেন, কর্মস্থলে যোগদান উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ পুরান ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী তাদের সাধুবাদ জানিয়েছে। আমরা আশা করি বাংলাদেশ পুলিশ তাদের আগের চরিত্রকে ভুলে গিয়ে নতুনভাবে নতুন বাংলাদেশে সাধারণ জনগণের বন্ধু হয়ে জনগণের জানমাল রক্ষায় কাজ করবে।

আরেক শিক্ষার্থী ইব্রাহীম আলী বলেন, দেশের ও জনগণের সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ পুলিশ একটি অপরিহার্য অংশ। পুলিশ তার দায়িত্ব সঠিকভাবে পালন করলে জনমনে স্বস্তি ও পুলিশের প্রতি আস্থা ফিরে আসবে। একইসঙ্গে বিগত সময়ে যেসব পুলিশ হত্যা, জুলুম ও নানাবিধ অপরাধের সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে যথাযথ শাস্তি নিশ্চিত করার জোড় দাবি জানাচ্ছি।

এ প্রসঙ্গে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মইনুল ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। পুলিশ জনগণের জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে। বিশেষ কারণে পুলিশ গত কয়েকদিন মাঠে থাকতে পারেনি। আজ হতে জনগণের সহায়তায় নিয়মিত আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত হয়েছে। 

এর আগে দেশে ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনা সরকারের পতন হলে গত ৫ আগস্ট থেকে নিরাপত্তাজনিত কারণে মাঠে নেই প্রশাসন। যার ফলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা যায়। দীর্ঘ এক সপ্তাহের বেশি সময় ধরে কর্মবিরতিতে থাকার পর অবশেষে আজ কর্মস্থলে যোগদান করল সূত্রাপুর থানা পুলিশ। পুরান ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে বলে আশাবাদী সাধারণ শিক্ষার্থীরা।

এমএল/পিএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *