চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পুকুরের পানিতে ডুবে যমজ ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে পিংরা বাজার এলাকায় বহরি গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পুকুরের পানিতে ডুবে যমজ ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে পিংরা বাজার এলাকায় বহরি গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, ওই বাড়ির শরীফ খানের যমজ দুই ছেলে জুবায়ের ও জুনায়েদ (৫)। তারা বহরি কিন্ডারগার্টেনে শিশু শ্রেণিতে পড়ত।
স্থানীয়রা জানান, সকালে দুই শিশু বিদ্যালয় থেকে বাড়িতে এসে পুকুর ঘাটে বই রেখে খেলাধুলা করছিল। হঠাৎ দুই ভাই পুকুরে পড়ে যায়। এ সময় রান্না করছিলেন তাদের মা। পরে বাড়ির লোকজন পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান। এ অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোজাম্মেল বলেন, হাসপাতালে আনার অনেক আগেই যমজ দুই শিশু মারা গেছে।
বিষয়টি নিশ্চিত করে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আনোয়ারুল হক/এএমকে