চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়া থেকে শামসুর রহমান (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে শহরের কোর্টপাড়ার নিহতের ভাজিতার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়া থেকে শামসুর রহমান (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে শহরের কোর্টপাড়ার নিহতের ভাজিতার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত শামসুর রহমান আলমডাঙ্গা তিয়রবিলা গ্রামের বাসিন্দা। নিহতের স্বজনরা ঢাকা পোস্টকে বলেন, গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়ায় ভাতিজা কামাল হোসেনের বাড়িতে আসেন শামসুর রহমান। রাতে যেকোনো সময় তিনি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
স্বজনরা জানান, শামসুর রহমান ঋণগ্রস্ত ছিলেন। তিনি বিভিন্ন সমিতি থেকে টাকা তুলেছিলেন। তার ট্রাক্টরের ব্যবসা ছিল। চাষের পর ট্রাক্টর মালিকের অজান্তেই টাকা তুলে খরচ করে ফেলতেন তিনি। সব মিলিয়ে মোটা অংকের টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। এতে পাওনাদাররা চাপ দিতে থাকেন। গতকালও একজন টাকা নিতে এসেছিলেন। ধারণা করা হচ্ছে চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী ঢাকা পোস্টকে বলেন, এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আফজালুল হক/আরকে