পর্তুগালের আভেইরো জেলায় বেশ কয়েকটি স্থানে দাবানলের সূত্রপাত হয়। এ ঘটনায় সিভিল প্রোটেকশনের জাতীয় কমান্ডার সংবাদ মাধ্যমকে বিবৃতিতে একজন দমকল কর্মীসহ তিনজন নাগরিকের প্রাণহানির খবর নিশ্চিত করেছেন।
পর্তুগালের আভেইরো জেলায় বেশ কয়েকটি স্থানে দাবানলের সূত্রপাত হয়। এ ঘটনায় সিভিল প্রোটেকশনের জাতীয় কমান্ডার সংবাদ মাধ্যমকে বিবৃতিতে একজন দমকল কর্মীসহ তিনজন নাগরিকের প্রাণহানির খবর নিশ্চিত করেছেন।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সর্বশেষ তথ্য অনুযায়ী, সেখানে ১৩০টিরও বেশি সক্রিয় আগুন ছিল। স্থলপথে পাঁচ হাজার ৪০০ জনেরও বেশি দমকল কর্মী দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন।
দুইজন দমকল কর্মীসহ ২১ জন নাগরিক গুরতর আহত হয়ে আভেইরো এবং কুইমরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগুনে ২০টিরও বেশি বাড়ি, বেশ কয়েকটি বাণিজ্যিক স্থাপনা এবং গুদামঘর ধ্বংস হওয়ার খবর পাওয়া গেছে।
আজ মঙ্গলবার সকাল পর্যন্ত দেশটির বেশ কয়েকটি রাস্তা বন্ধ ঘোষণা করা হয়েছে। সিভিল প্রোটেকশন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অঞ্চলে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। ফলে রাজধানীর সঙ্গে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যাহত হয়েছে।
ন্যাশনাল সিভিল প্রোটেকশন অথরিটি আগামী বৃহস্পতিবার পর্যন্ত পুরো পর্তুগালে ১০০টিরও বেশি জেলায় দাবানলের সতর্কতা জারি করেছে।
কেএ
ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।