পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ছাত্রছাত্রীদের ইসলাম ও নৈতিকতা শিক্ষা কোর্স ২০২৪ এর সমাপনী ও সার্টিফিকেট বিতরণ সম্পন্ন হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) লিসবনের আলামেদা পার্কে এ আয়োজন করা হয়।
পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ছাত্রছাত্রীদের ইসলাম ও নৈতিকতা শিক্ষা কোর্স ২০২৪ এর সমাপনী ও সার্টিফিকেট বিতরণ সম্পন্ন হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) লিসবনের আলামেদা পার্কে এ আয়োজন করা হয়।
রাজধানী লিসবনের মার্তিম মুনিজ ইভিনিং ও উইকেন্ড মাদ্রাসার উদ্যোগে স্কুল ছুটিতে আয়োজিত দুই মাসব্যাপী এ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্তিম মনিজ মসজিদের সভাপতি মোশারফ হোসাইন। মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আলাউদ্দীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক সি আর আই সি পি টি এর সভাপতি আবু নাঈম মু শহীদুল্লাহ্।
আবু নাঈম মু শহীদুল্লাহ্ জানান, বছরজুড়ে সাপ্তাহিক এবং দৈনিক সান্ধ্যকালীন মাদ্রাসা চালু রয়েছে, এখানে চারজন শিক্ষকের মাধ্যমে কার্যক্রম পরিচালনা হচ্ছে। ইতোমধ্যে মাদ্রাসা থেকে দুইজন শিক্ষার্থী কোরআনে হাফেজ হয়েছেন। ইসলামী শিক্ষার পাশাপাশি ইসলামের আলোকে দৈনন্দিন জীবনযাপন এবং নৈতিকতার শিক্ষা প্রদান করা হয়।
আরও বক্তব্য দেন মু সাজেদুল আলম, মাওলানা হেলাল উদ্দিন, হাওলাদার জয়, হুমায়ুন কবির, শামসুল ইসলাম ও রুবেল আহমদ প্রমুখ।
বক্তারা এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ইসলামী শিক্ষায় শিশুদের জীবন শুরু করার জন্য পিতা-মাতা এবং অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
এসএসএইচ
ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।