পরপর দুই বছর অন্তঃসত্ত্বা, কলেজ অধ্যক্ষ চাকরিচ্যুত

পরপর দুই বছর অন্তঃসত্ত্বা, কলেজ অধ্যক্ষ চাকরিচ্যুত

পরপর দুই বছর অন্তঃসত্ত্বা হওয়ায় চট্টগ্রাম ইমপেরিয়াল কলেজ অব নার্সিংয়ের অধ্যক্ষকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। বিনা নোটিশে একদিনের মধ্যেই অধ্যক্ষ ডলি আক্তারকে চাকরিচ্যুত করা হয়। ওইদিন রাতেই তাকে বের করে দেওয়া হয় কলেজ হোস্টেল থেকে। পরে রাতে আট মাসের সন্তানসহ ওই অধ্যক্ষকে রেখে আসা হয় চট্টগ্রাম নগরীর একটি হোটেলে।

পরপর দুই বছর অন্তঃসত্ত্বা হওয়ায় চট্টগ্রাম ইমপেরিয়াল কলেজ অব নার্সিংয়ের অধ্যক্ষকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। বিনা নোটিশে একদিনের মধ্যেই অধ্যক্ষ ডলি আক্তারকে চাকরিচ্যুত করা হয়। ওইদিন রাতেই তাকে বের করে দেওয়া হয় কলেজ হোস্টেল থেকে। পরে রাতে আট মাসের সন্তানসহ ওই অধ্যক্ষকে রেখে আসা হয় চট্টগ্রাম নগরীর একটি হোটেলে।

বুধবার (৯ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা বলছেন, কারণ দর্শানোর নোটিশ ছাড়া চাকরিচ্যুত করার সুযোগ নেই। রাতের মধ্যে বাসস্থান ছাড়তে বাধ্য করার বিষয়টি চরম অমানবিকও।

কলেজ প্রতিষ্ঠানটি ইম্পেরিয়াল হসপিটালের পরিচালিত। কলেজটির অধ্যক্ষ নিয়োগ ও চাকরিচ্যুত করার ক্ষেত্রে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ নিয়োগ কমিটির অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সেটিও না মেনে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ ডলি আক্তারের।

ঢাকা পোস্টের হাতে আসা চাকরিচ্যুত করার নোটিশে দেখা যায়, অধ্যক্ষ ডলিকে চাকরিচ্যুত করার কোনো কারণ উল্লেখ করা হয়নি। ইম্পেরিয়াল হসপিটাল কর্তৃপক্ষের সিদ্ধান্তে অধ্যক্ষ ডলিকে চাকরিচ্যুত করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

ওই নোটিশ ৯ অক্টোবর জারি করা হয়। ইম্পেরিয়াল হসপিটালের মানবসম্পদ বিভাগের প্রধান মো. আরিফুর রহমান নোটিশে সই করেন। এতে ৯ অক্টোবর অর্থাৎ সেদিনের মধ্যেই ল্যাপটপ/ডেস্কটপ, আইডি কার্ড ও বাসস্থানের চাবি ফেরত দেওয়ার জন্য বলা হয়।

চাকরিচ্যুত অধ্যক্ষ ডলি আক্তার বলেন, পরপর দুই বছর অন্তঃসত্ত্বা হওয়ায় কোনো কারণ না দেখিয়ে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। মধ্যরাতে হোস্টেল থেকে বের করে নগরীর একটি হোটেলে রেখে আসে ইমপেরিয়াল হাসপাতাল লিমিটেড, বর্তমানে অ্যাপোলো ইমপেরিয়াল হসপিটাল কর্তৃপক্ষ।

তিনি বলেন, ‘গত বছর অন্তঃসত্ত্বা হওয়ায় প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী চার মাস মাতৃত্বকালীন ছুটি পেয়েছিলাম। এরপর অসুস্থতার কারণে গত ২১ সেপ্টেম্বর ইম্পেরিয়াল হসপিটালের প্রসূতি বিশেষজ্ঞ ডা. দিল আনজিজের কাছে যাই। সেখানে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করে পুনরায় অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হই। এ অবস্থায় কলেজ কর্তৃপক্ষ আমাকে নানাভাবে হেনস্তা করতে থাকে এবং মানব সম্পদ বিভাগের কর্মকর্তারা বলতে থাকে ‘আপনি গত বছরও চার মাস মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন এবং এই বছরও আবার ছুটি নেবেন, তাই আপনি পদত্যাগপত্র দিয়ে বিদায় নিয়ে নিন।’

‘আমি পদত্যাগ না করায় ৯ অক্টোবর সকালে কর্তৃপক্ষ মানব সম্পদ বিভাগে ডেকে নিয়ে যায়। সেখানে তৎক্ষণাৎ পদত্যাগপত্র দিতে বলে, অন্যথায় টার্মিনেট করা হবে বলে। এরপর আমি পদত্যাগ করব না জানালে তখন একটি ফটোকপি চাকরিচ্যুতির নোটিশ দেয় ও তৎক্ষণাৎ কলেজ সংক্রান্ত সব কাগজপত্র কলেজ সেক্রেটারির কাছে বুঝিয়ে দিয়ে কলেজ হোস্টেল ছেড়ে দেওয়ার জন্য বলে।’

অধ্যক্ষ ডলি আক্তার বলেন, ‘চাকরির শুরু থেকেই বিগত প্রায় ৩ বছর কলেজ হোস্টেলে অবস্থান করছিলাম, এমনকি বিগত বছর মাতৃত্বকালীন ছুটির সময়ও আমি হোস্টেলে অবস্থান করে কলেজের কাজে সহযোগিতা করেছি। আমার পরিবার ঢাকায় অবস্থান করে বিধায় কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলাম হোস্টেল ত্যাগের জন্য যেন কয়েকদিন সময় দেওয়া হয়। এতে আমার স্বামী এসে আমাকে নিয়ে যেতে পারবেন। কিন্তু কর্তৃপক্ষ অত্যন্ত অমানবিকভাবে আমাকে ওইদিন মধ্যরাতে আট মাস বয়সের বাচ্চাসহ ও বর্তমানে আড়াই মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় কলেজের হোস্টেল থেকে বের করে নগরীর হোটেল পেনিনসুলায় রেখে আসে।’

এসব বিষয়ে জানতে ইম্পেরিয়াল হসপিটালের মানবসম্পদ বিভাগের প্রধান মো. আরিফুর রহমানকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও কোনো সাড়া মেলেনি।

নিয়মের তোয়াক্কা না করে চাকরিচ্যুত করা হয়েছে জানিয়ে অধ্যক্ষ ডলি বলেন, চট্টগ্রাম ইমপেরিয়াল কলেজ অব নার্সিং চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটির (সিএমইউ) অধিভুক্ত একটি প্রতিষ্ঠান। সিএমইউর বিধি অনুযায়ী উপাচার্যসহ প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত অধ্যক্ষ নিয়োগ কমিটির অনুমোদন সাপেক্ষে অধ্যক্ষ নিয়োগ ও চাকরিচ্যুত করা যায়, অন্যথায় তা বৈধ হবে না। কর্তৃপক্ষের এমন আচরণের উপযুক্ত তদন্ত করে বিচার ও অবৈধ চাকরিচ্যুতির নোটিশ প্রত্যাহার করার দাবি জানাই।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ ঢাকা পোস্টকে বলেন, ‘এ বিষয়ে লিখিতভাবে কেউ কিছু জানায়নি।’

সচেতন নাগরিক কমিটি চট্টগ্রামের সভাপতি অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। অন্তঃসত্ত্বা নিয়ে কি দেশে কোনো আইন নেই যে চাকরিচ্যুত করতে হবে। নিয়মের তোয়াক্কা না করে গায়ের জোরে এসব কাজ করেছে তাদের আইনের আওতায় আনা দরকার। হাসপাতালের মতো জায়গায় কর্মীর প্রতি এত অমানবিক হলে রোগীর ক্ষেত্রে কী হবে তা সহজে অনুমেয়। আশা করব চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে।

আরএমএন/এসএসএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *