পদত্যাগ করলেন কুবি উপাচার্য আব্দুল মঈন 

পদত্যাগ করলেন কুবি উপাচার্য আব্দুল মঈন 

শিক্ষার্থীদের আল্টিমেটামের মুখে পদত্যাগ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন।

শিক্ষার্থীদের আল্টিমেটামের মুখে পদত্যাগ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন। রোববার (১১ আগস্ট) সকালে তিনি পদত্যাগ পত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার। 

এর আগে শনিবার (১০ আগস্ট) বিকেলে উপাচার্যের পদত্যাগ দাবি করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বিক্ষোভে উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মঈনসহ প্রক্টরিয়াল বডির সবাইকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, ভিসি স্যার পদত্যাগ পত্র পাঠিয়েছেন। আমরা তা গ্রহণ করেছি। এ বিষয়ে পরবর্তীতে বিশদভাবে জানানো হবে। 

সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মঈনকে ফোন করা হলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। 

এর আগে শনিবার (১০ আগস্ট) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ প্রক্টরিয়াল বডির সবাই পদত্যাগ করেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বুধবার রাতে পদত্যাগ করেন। এছাড়া চার সহকারী প্রক্টর শারমিন সুলতানা, মো. জাহিদ হাসান, অমিত দত্ত ও আবু ওবায়দা রাহিদও পদত্যাগ করেন। এর আগে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের প্রতি ক্ষুব্ধ হয়ে পাঁচ সহকারী প্রক্টর পদত্যাগ করেছিলেন। প্রক্টরিয়াল বডির সকল পদ এখন শূন্য। 

অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন ২০২২ সালের ৩১ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেছিলেন। 

আরিফ আজগর/আরকে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *