পঞ্চগড়ে পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবে বিজিবি

পঞ্চগড়ে পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবে বিজিবি

পঞ্চগড়ে দুর্গাপূজায় নিরাপত্তা দিতে সার্বক্ষণিক নিয়োজিত থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কোনো প্রকার সমস্যা ও পূজামণ্ডপ এলাকায় কেউ নাশকতা করতে চাইলে সঙ্গে সঙ্গে বিজিবিকে জানানোর অনুরোধ করেছেন পঞ্চগড়-১৮ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক।

পঞ্চগড়ে দুর্গাপূজায় নিরাপত্তা দিতে সার্বক্ষণিক নিয়োজিত থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কোনো প্রকার সমস্যা ও পূজামণ্ডপ এলাকায় কেউ নাশকতা করতে চাইলে সঙ্গে সঙ্গে বিজিবিকে জানানোর অনুরোধ করেছেন পঞ্চগড়-১৮ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক।

সোমবার (৭ অক্টোবর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের জিতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।

লে. কর্নেল জিয়াউল হক বলেন, দুর্গাপূজা উদযাপন প্রস্তুতিতে ইতোমধ্যেই পঞ্চগড় সদর উপজেলা, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে থাকা সকল পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি মোতায়েন সম্পন্ন করা হয়েছে। গত ৫ অক্টোবর থেকে নিরাপত্তা টহল পরিচালনা করা হচ্ছে। এবারের সীমান্তবর্তী উপজেলায় বসবাসরত নাগরিকদের নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে বিজিবি সহায়তা করবে।

জিয়াউল হক আরও বলেন, দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ব্যবস্থা প্রাথমিকভাবে নিজেদেরই করতে হবে। সবদিক থেকে সজাগ থাকতে হবে। পূজা চলাকালীন বা পূজা শুরুর পূর্বে কোনো দুষ্কৃতকারী বা অপশক্তির উপস্থিতি টের পেলে সঙ্গে সঙ্গে বিজিবির টহল কমান্ডারকে মোবাইলের মাধ্যমে অবগত করার জন্য সংশ্লিষ্ট পূজামণ্ডপ কমিটির সভাপতিসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন। এ ছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের পূজা উৎসব যেন সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে পারে সেজন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ও সাধারণ জনসাধারণকে সজাগ দৃষ্টি ও সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানান।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক জামাল উদ্দীনের সঞ্চালনায় জিতাপাড়া দুর্গা মন্দিরের সভাপতি শাহাদুর ঘোষের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের দুলাল, গড়িনাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু, গড়িনাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতামাস হুসাইন লেলিনসহ আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলার সকল পূজামণ্ডপের নেতৃকর্মীবৃন্দ।

এসকে দোয়েল/এএমকে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *