নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে ধাক্কা, মোটরসাইকেল আরোহী নিহত

নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে ধাক্কা, মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাদশা (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীসহ মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাদশা (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীসহ মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জয়রামপুর কাঠালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদশা চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের চকপাড়ার সাইফুল ইসলামের ছেলে। তিনি আলমডাঙ্গা সরকারি কলেজের এইচএসসির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন বলেন, বাদশাসহ তিনজন এক মোটরসাইকেলে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিলেন। বাদশা মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তারা জয়রামপুর কাঠাতলা নামক স্থানে পৌঁছালে রাস্তা পারাপার হওয়া এক পথচারীর সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজনই ছিটকে পাকা রাস্তার ওপর পড়ে গুরুতর আহন হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক বাদশাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহত বাদশা আলমডাঙ্গা সরকারি কলেজের এইচএসসির শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে বাদশার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ সদর হাসপাতালের মর্গে আছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়োজিত সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরাফাত ইসলাম বলেন, জয়রামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বাদশা নামে এক যুবক নিহত হয়েছেন। সদর হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল বলেন, আমরা বাদশা নামে এক যুবককে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

আফজালুল হক/এফআরএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *