নিখোঁজ কলেজ ছাত্রের সন্ধান চায় পরিবার

নিখোঁজ কলেজ ছাত্রের সন্ধান চায় পরিবার

জয়পুরহাটে ২৪ দিন ধরে নিখোঁজ এক কলেজ শিক্ষার্থীর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। গতকাল জয়পুরহাট প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়েছে।

নিখোঁজ ওই ছাত্রের নাম সোয়ায়েব হোসেন সিহাব (১৫)। সে জয়পুরহাট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। তার বাড়ি সদরের নারায়নপাড়া পালী গ্রামে। সে ওই গ্রামের সোহেল রানার ছেলে।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজ ছাত্রের বাবা সোহেল রানা। সোহেল রানা বলেন, আমার একমাত্র ছেলে সোয়ায়েব হোসেন সিহাবকে পড়াশোনার জন্য শহরের মৌমিতা ছাত্রাবাসে রেখেছিলাম। গত ৭ অক্টোবর দিনগত রাতের কোনো এক সময় ছাত্রাবাসের কাউকে এবং আমাদের  কিছু না জানিয়ে কোথায় যেন বেরিয়ে পড়ে সে। আমার পরিবার, তার বন্ধুসহ আত্নীয় স্বজনদের বাড়িতে খোঁজ করেও কোনো সন্ধান পাইনি। পরে ওইদিন থানায় জিডি করা হয়েছে। সে সময় পুলিশ ট্রাকিং করে ঢাকায় তার লোকেশন পায়। এরপরও আমরা তার কোনো খোঁজ পাইনি। আমরা র‌্যাব ক্যাম্প, সেনা ক্যাম্পে জানিয়েও ছেলের সন্ধান পাইনি।

সিহাবের মা লাকী বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে নিখোঁজের অনেকদিন হয়ে গেল। কিন্তু খুঁজে পাচ্ছি না। আমি সন্তানের সন্ধান চাই। 

জানতে চাইলে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন ঢাকা পোস্টকে বলেন, ওই শিক্ষার্থীর সন্ধানের জন্য সারা দেশে বার্তা পাঠানো হয়েছে। তার সন্ধানের জন্য পুলিশের চেষ্টা চলছে।

চম্পক কুমার/এনএফ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *