নিখোঁজের দুই দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হবিগঞ্জের নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুর রহমানের মরদেহ পাওয়া গেছে। নবীগঞ্জ থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজের দুই দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হবিগঞ্জের নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুর রহমানের মরদেহ পাওয়া গেছে। নবীগঞ্জ থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২০ অক্টোবর) অধ্যক্ষ ফজলুর রহমানের স্ত্রী সৈয়দা সুলতানা আক্তার দুপুরে থানায় এসে সাধারণ ডায়েরি করেন।
তার স্ত্রী ডায়েরিতে উল্লেখ করেন যে, অধ্যাপক ফজলুর রহমান শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৮টার দিকে নবীগঞ্জ উপজেলার ওসমানী রোড এলাকা থেকে নিখোঁজ হন।
এই ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, অধ্যক্ষের নিখোঁজের ব্যাপারে তার স্ত্রী সাধারণ ডায়েরি করেছেন, পরবর্তীতে না কি তার মরদেহ পাওয়া যায়। তার মরদেহ ঢাকার শাহবাগ থানার নিয়ন্ত্রণে রয়েছে।
অধ্যক্ষ ফজলুর রহমানের স্ত্রী সৈয়দা সুলতানা আক্তারের নাম্বারে ফোন করলে তারা জানান, সন্ধ্যার পর মরদেগ আনার জন্য তার ভাগ্নে এবং ছেলেরা ঢাকায় গেছেন।
এর আগে ১৭ অক্টোবর নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষকে অপসারণের জন্য শিক্ষার্থীরা আন্দোলন করেছেন এবং তাকে ১ ঘণ্টা ৩০ মিনিট অবরুদ্ধ করেও রাখা হয়েছে।
আরকে