নভেম্বরে নেইমারের জাতীয় দলে ফেরা নির্ভর করছে যে শর্তে

নভেম্বরে নেইমারের জাতীয় দলে ফেরা নির্ভর করছে যে শর্তে

অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরি পুরো একটি বছর কেড়ে নিয়েছে নেইমার জুনিয়রের কাছ থেকে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নেমে গত বছরের ১৭ অক্টোবর তিনি সেই চোটে পড়েন। এক বছর পূর্ণ হলেও এখনও মাঠে ফেরা হয়নি নেইমারের। আগামী মাসেও (নভেম্বর) ব্রাজিল স্কোয়াডে তিনি ফিরতে পারবেন কি না সেটি নির্ভর করছে একটি শর্তে!

অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরি পুরো একটি বছর কেড়ে নিয়েছে নেইমার জুনিয়রের কাছ থেকে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নেমে গত বছরের ১৭ অক্টোবর তিনি সেই চোটে পড়েন। এক বছর পূর্ণ হলেও এখনও মাঠে ফেরা হয়নি নেইমারের। আগামী মাসেও (নভেম্বর) ব্রাজিল স্কোয়াডে তিনি ফিরতে পারবেন কি না সেটি নির্ভর করছে একটি শর্তে!

এদিকে, চোট পুনর্বাসনের শেষ পর্যায়ে আছেন নেইমার। তিনদিন আগে সৌদি আরবের ক্লাব আল-হিলাল সূত্রের বরাতে সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, তার মাঠে ফেরার সম্ভাব্য সময় ২১ অক্টোবর। ২৯ সেপ্টেম্বর থেকেই ক্লাবটির সঙ্গে পুরোদমে অনুশীলন করছেন ব্রাজিল তারকা। ২১ অক্টোবর আল-আইনের বিপক্ষে ম্যাচ রয়েছে আল-হিলালের, সেই ম্যাচ দিয়েই মাঠে ফিরতে পারেন নেইমার। তবে সেক্ষেত্রে ক্লাবটিকে অপেক্ষা করতে হবে ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমারের অনুমতির জন্য।

২০২৩ সালের আগস্টে পিএসজি ছেড়ে সৌদি ক্লাবটিতে যোগ দিলেও, মাত্র ৫টি ম্যাচ খেলেছেন এই তারকা ফরোয়ার্ড। তার পুরো ফিটনেস নিয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছে বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলও। মাঠে এখনও নিজেদের পুরোনো ছন্দ খুঁজে ফেরা দরিভাল জুনিয়রের দলটি সেক্ষেত্রে তাকিয়ে আছে আল-হিলালের দিকে। তিনি যদিও চলতি মাসে ক্লাবটির জার্সিতে খেলতে পারেন, তাহলে নভেম্বর উইন্ডোতে ব্রাজিল দলেও ডাক পাওয়া প্রায় নিশ্চিত নেইমারের!

নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিল ভেনেজুয়েলা ও উরুগুয়ের মুখোমুখি হবে। অক্টোবরে নিজেদের দুটি বাছাইয়ের ম্যাচ জিতে কিছুটা স্বস্তি ফিরেছে সেলেসাও শিবিরে। চিলি ও পেরুকে হারিয়ে তারা লাতিন অঞ্চলের বাছাইয়ে উরুগুয়ের সমান ১৬ পয়েন্ট পেয়েছে। ১০ ম্যাচে দুই দলের সমান পয়েন্ট থাকলেও, গোল ব্যবধানে এগিয়ে থাকায় তিনে অবস্থান উরুগুয়ের, ব্রাজিল চারে। ২২ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা ও ১৯ পয়েন্ট পাওয়া কলম্বিয়া আছে যথাক্রমে শীর্ষ দুইয়ে।

এদিকে, ব্রাজিলিয়ান সংবাদমাদ্যম গ্লোবো জানিয়েছে, নেইমারের ফিটনেস ও চোটের সর্বশেষ অবস্থা জানতে কয়েকদিনের মধ্যে সৌদিতে উড়াল দেবেন জাতীয় দলের চিকিৎসক লাসমার। তার অনুমতি পেলে আল-হিলালের চূড়ান্ত স্কোয়াডে অন্তর্ভূক্ত হবেন নেইমার। ২১ অক্টোবর এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে আল-আইনের বিপক্ষে নামবে আল-হিলাল। সেই ম্যাচেই এই তারকাকে পাওয়ার প্রত্যাশা ক্লাবটির। পরবর্তীতে তাদের ম্যাচ রয়েছে ৪ নভেম্বর। যদিও ১ নভেম্বরই পরবর্তী দুই ম্যাচের জন্য দল ঘোষণার কথা ব্রাজিলের। এক্ষেত্রে প্রধান তারকার জন্য কোচ দরিভাল অপেক্ষা করবেন কি না সেটাই দেখার বিষয়!

আল-হিলালের হয়ে আসন্ন দুই ম্যাচ এবং ব্রাজিলের পরবর্তী বাছাইয়ের ম্যাচগুলোতে ডাক না পেলে, সম্ভবত আর এই বছর মাঠে নামা হবে না নেইমারের। ফলে ভক্তদের তাকে মাঠে দেখার অপেক্ষা দীর্ঘায়িত হবে জানুয়ারি পর্যন্ত!

এএইচএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *