ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের নতুন ডেপুটি হাইকমিশনার ও উন্নয়ন পরিচালক জেমস গোল্ডম্যান। নতুন দায়িত্ব পালনে তিনি ইতোমধ্যে ঢাকায় এসেছেন।
ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের নতুন ডেপুটি হাইকমিশনার ও উন্নয়ন পরিচালক জেমস গোল্ডম্যান। নতুন দায়িত্ব পালনে তিনি ইতোমধ্যে ঢাকায় এসেছেন।
মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকার ব্রিটিশ হাইকমিশন তাদের এক্স হ্যান্ডেলে এক পোস্টে এ তথ্য জানায়।
নতুন ডেপুটি হাইকমিশনার বলেন, আমি ব্রিটিশ হাইকমিশন ঢাকায় যোগ দিতে পেরে আনন্দিত এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। কারণ এ সরকার বাংলাদেশের মানুষের জন্য শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধার, জবাবদিহিতা নিশ্চিত করতে এবং একটি অন্তর্ভুক্তিমূলক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য শান্তিপূর্ণ পথ তৈরি করতে কাজ করছে।
যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে, বর্তমান দায়িত্বের আগে জেমস ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিলে কনসাল জেনারেল ছিলেন। ২০২২-২০২৩ পর্যন্ত তিনি ব্রিটিশ মিশন মাস্কাটে চার্জ ডি অ্যাফেয়ার্স এবং এর আগে ২০১৯ সাল থেকে মাস্কাট মিশনের ডেপুটি হেড ছিলেন।
এনআই/এসএসএইচ