ধোনির আইপিএল খেলা ও চেন্নাইয়ের স্কোয়াড নিয়ে যা জানা গেল

ধোনির আইপিএল খেলা ও চেন্নাইয়ের স্কোয়াড নিয়ে যা জানা গেল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৫ আসরে মহেন্দ্র সিং ধোনির খেলা নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে। বলা হচ্ছিল– তাকে খেলাতেই পাল্টানো হয় আইপিএলের নিয়ম। তবুও ধোনির মুখ থেকে সেই ঘোষণা পেতে বেশ বিলম্ব হলো। যতদিনই খেলায় থাকেন, উপভোগ করতে চান বলে জানালেন তিনি। এ ছাড়া চেন্নাই সুপার কিংসের স্কোয়াড গড়া নিয়েও প্রস্তুতির কথা জানা গেছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৫ আসরে মহেন্দ্র সিং ধোনির খেলা নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে। বলা হচ্ছিল– তাকে খেলাতেই পাল্টানো হয় আইপিএলের নিয়ম। তবুও ধোনির মুখ থেকে সেই ঘোষণা পেতে বেশ বিলম্ব হলো। যতদিনই খেলায় থাকেন, উপভোগ করতে চান বলে জানালেন তিনি। এ ছাড়া চেন্নাই সুপার কিংসের স্কোয়াড গড়া নিয়েও প্রস্তুতির কথা জানা গেছে।

আগামী ৩১ অক্টোবরের মধ্যে আসন্ন আইপিএলের জন্য প্রতিটি দলের রিটেইন (খেলোয়াড় ধরে রাখা) লিস্ট ঘোষণা করতে হবে। তার আগেই ধোনি তার আইপিএল ভবিষ্যতের কথা জানিয়েছেন। একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ৪৩ বছর বয়সী সাবেক ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমি আর যত বছরই আইপিএল খেলি না কেন, শুধু উপভোগ করতে চাই।’ ২০২৪ আইপিএলের আগে চেন্নাইয়ের অধিনায়কত্ব ছেড়েছিলেন ধোনি।

আইপিএলে পাঁচবারের শিরোপাজয়ী সাবেক এই চেন্নাই দলপতি বলেন, ‘যখন পেশাদার খেলোয়াড় হিসেবে ক্রিকেট খেলবেন, তখন খেলাটা উপভোগ করা কঠিন। সেটাই আমি এখন করতে চাই, যদিও সেটি সহজ নয়। আবেগ চলে আসবে এবং কিছু প্রতিশ্রুতির বিষয়ও থাকে। যত বছরই খেলায় থাকি উপভোগ করতে চাই। যাতে আড়াই মাসের আইপিএল আসরে অংশ নিতে পারি, সেজন্য নিজেকে নয়মাস ধরে ফিট রেখেছি। আপনাকে এজন্য পরিকল্পনা করতে হবে, পাশাপাশি কিছুটা চাপমুক্তও থাকা দরকার।’

ধোনিকে সর্বশেষ মাঠে দেখা গেছে চলতি বছরের ১৯ মে। যেখানে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে হেরে বিদায় নেয় সিএসকে। আসরটিতে ধোনি–রুতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই চতুর্থ হয়ে প্লে-অফে উঠেছিল। আসন্ন ২০২৫ আসরে ধোনির খেলা প্রসঙ্গে সিএসকের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথন ক্রিকবাজকে জানিয়েছেন, ‘যখন সে নিজেকে প্রস্তুত বলছে, আমাদের আর কী করার থাকে? আমরা অবশ্যই তাতে খুশি।’

কেবল তাই নয়, চেন্নাইয়ের এই কর্মকর্তা আসন্ন মৌসুমের স্কোয়াড গড়া নিয়ে জানিয়েছেন, ধোনি ফ্র্যাঞ্চাইজির মালিক এন শ্রীনিবাসনের সঙ্গে কয়েক দিনের মধ্যে কথা বলে খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত করবেন। সেখানে আগের মৌসুমের কারা থাকবেন সেটি ঠিক করা হবে।

এদিকে, জানা গেছে– ধোনিকে ৪ কোটি রুপিতে দলে ধরে রাখবে চেন্নাই। এর বাইরে দলের প্রধান রিটেনশন হিসেবে থাকতে পারেন রবীন্দ্র জাদেজা। তার সঙ্গে গত আসরে সিএসকের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানাকেও ধরে রাখার সম্ভাবনা প্রবল। ২০২২ সালে আইপিএলে অভিষেক হওয়ার পর থেকে এই তারকা পেসার দলটির অন্যতম অপরিহার্য সদস্যে পরিণত হয়েছেন। বিপরীতে, গত আসরে প্রথমবার চেন্নাইয়ের জার্সি গায়ে জড়ানো বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি!

এএইচএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *