দেশবাসীকে আরেকবার উৎসবের উপলক্ষ্য এনে দিতে চান সানজিদারা

দেশবাসীকে আরেকবার উৎসবের উপলক্ষ্য এনে দিতে চান সানজিদারা

২০২২ নারী সাফ চ্যাম্পিয়নশীপ ফাইনালের আগমুহূর্তে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলে ছাদখোলা বাসে উদযাপনের আবদার জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন ফুটবলার সানজিদা আক্তার। মুহূর্তেই সেটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ১৯ বছরের শিরোপার অপেক্ষা ফুরিয়ে সেবার নারী ফুটবলারদের হাত ধরে সাফ শিরোপা জেতে বাংলাদেশও। ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয় সাবিনা-সানজিদাদের।

২০২২ নারী সাফ চ্যাম্পিয়নশীপ ফাইনালের আগমুহূর্তে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলে ছাদখোলা বাসে উদযাপনের আবদার জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন ফুটবলার সানজিদা আক্তার। মুহূর্তেই সেটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ১৯ বছরের শিরোপার অপেক্ষা ফুরিয়ে সেবার নারী ফুটবলারদের হাত ধরে সাফ শিরোপা জেতে বাংলাদেশও। ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয় সাবিনা-সানজিদাদের। 

২০২২ সালে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ৩-১ গোলে হারিয়ে লাল-সবুজের মেয়েদের বিজয়োল্লাসের পর এবার সেই একই ভেন্যুতে একই প্রতিপক্ষের সঙ্গে শিরোপা ধরে রাখার মিশন। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। 

২০২২ সালে ছাদখোলা বাসে উদযাপন করার এই দৃশ্য দেখাটা দেশবাসীর জন্য যেমন ছিলো প্রথম, আমাদের জন্যও ছিলোও অসাধারণ এক অনুভূতি।…

আরেকবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন আগের বারের সাফজয়ী সানজিদা। লিখেছেন, ২০২২ সালে ছাদখোলা বাসে উদযাপন করার এই দৃশ্য দেখাটা দেশবাসীর জন্য যেমন ছিল প্রথম, আমাদের জন্যও ছিল অসাধারণ এক অনুভূতি। আমাদের আবেগকে সম্মান দেখিয়ে রাতারাতি যে আয়োজন করা হয়েছিল, একইসাথে তপ্তরোদে দেশের ফুটবলপ্রেমী মানুষ রাস্তার চারপাশে দাঁড়িয়ে থাকার দৃশ্য আমাদেরকে আন্দোলিত করেছে। 

শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে বলেন, আগেরবার যেটি ছিল প্রথমবার অর্জনের চেষ্ঠা, সেটিই এবার ধরে রাখার মিশন। দায়িত্ব বেড়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাজই এটা। স্বাগতিক প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষের মাঠ, আবার সেই প্রতিপক্ষের চেনা দর্শকদের সামনে আমরা খেলতে যাচ্ছি। অবশ্যই সেটি আমাদের জন্য চ্যালেঞ্জের। তবে আমরা সদা আত্মবিশ্বাসী ও দেশমাতৃকার নিকট প্রতিজ্ঞাবদ্ধ। 

দেশবাসীকে আরেকবার উদযাপনের উপলক্ষ্য এনে দিতে চান বাংলার মেয়েরা। তিনি লিখেছেন, দেশের সংস্কার ও নতুন জাগ্রত কর্মকাণ্ডের প্রেষণা দিতে আমাদের ভালো করাটা গুরুত্বপূর্ণ। ট্রফি ধরে রাখার মিশন ও দেশবাসীকে আরেকবার উদযাপনের উপলক্ষ হতে আমরা এটি জিততে চাই। আর সেটি আমরা করে দেখাবো ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। 

এফআই

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *