সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামে খাস জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নইমুল ইসলাম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। নইমুল ইসলাম প্রতিপক্ষের বন্দুকের গুলিতে মারা গেছেন বলে দাবি স্বজনদের।
সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামে খাস জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নইমুল ইসলাম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। নইমুল ইসলাম প্রতিপক্ষের বন্দুকের গুলিতে মারা গেছেন বলে দাবি স্বজনদের।
শুক্রবার (৪ অক্টোবর) জুম্মার নামাজের পর এ সংঘর্ষে ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকার অনাবাদী খাস জমি নিয়ে মাতারগাঁও গ্রামের মকবুল লন্ডনি ও দারা মিয়ার লোকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে এর আগে উভয়পক্ষের মধ্যে মারামারি ঘটনাও ঘটেছে। এর জের ধরে শুক্রবার জুম্মার নামাজের পর খাস জমির দখল নেওয়ার চেষ্টা করে উভয় পক্ষ। এ নিয়ে সংঘর্ষেদারা মিয়া পক্ষের নইমুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন।
জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন রশীদ বলেন, খাস জমি নিয়ে দারা মিয়া ও মকবলু লন্ডনির লোকদের মধ্যে বিরোধ অনেক আগের। এ নিয়ে অনেকবার শালিস হয়েছে। সেই বিরোধের জেরে আজ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন।
দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। ঘটনায় একজন নিহত হয়েছেন এবং দুজন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তি গুলিতে মারা গেছেন কি না তা ময়নাতদন্তের পর জানা যাবে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। দুষ্কৃতিকারীদের ধরতে অভিযান চলছে।
তামিম রায়হান/এসকেডি