পৌরসভার মার্কেট নির্মাণের নামে ৪ কোটি ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দিনাজপুরের বিরামপুর পৌরসভার সাবেক মেয়র মো. লিয়াকত আলী সরকারসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পৌরসভার মার্কেট নির্মাণের নামে ৪ কোটি ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দিনাজপুরের বিরামপুর পৌরসভার সাবেক মেয়র মো. লিয়াকত আলী সরকারসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দিনাজপুর সদরের বর্তমান প্যানেল মেয়র মো. আবু তৈয়ব আলী দুলালের বিরুদ্ধে পৃথক আরও একটি মামলা করেছে দুদক।
বুধবার (২১ আগস্ট) দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয় সংস্থাটির উপসহকারী পরিচালক মো. মশিউর রহমান বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম মামলায় মোট আসামিরা হলেন- বিরামপুর পৌরসভার সাবেক মেয়র মো. লিয়াকত আলী সরকার, এস এম সফিকুল আলম ওরফে ডাবলু, এস এম রবিউল ইসলাম ও মো. জুয়েল দিয়া। ওই মামলায় বিরামপুর পৌরসভার হোসেন আলী মার্কেটের নির্মাণ কাজের ৪ কোটি ১৩ লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
অপর মামলায় দিনাজপুর সদর পৌরসভার বর্তমানে প্যানেল মেয়র মো. আবু তৈয়ব আলী দুলালের বিরুদ্ধে ১৩ লাখ ৪০ হাজার ৩০৫ টাকা জ্ঞাতআয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
আরএম/জেডএস