দক্ষিণ আফ্রিকা শাখা জাকের পার্টির আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জাকের পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) দেশটির বোশফ, কিম্বার্লির একটি রিসোর্টে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দক্ষিণ আফ্রিকা শাখা জাকের পার্টির আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জাকের পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) দেশটির বোশফ, কিম্বার্লির একটি রিসোর্টে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ইকবাল হোসেনের সভাপতিত্বে মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন শাহিন কাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ উজ্জামান সোয়েব।
আলোচনায় বক্তারা বর্তমান সমাজ ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে অনুসরণ করে জীবন সাজাতে গুরুত্ব দেন। জাকের পার্টির হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তারা। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ উজ্জামান সোয়েব, আলি হোসেন, জিয়াউল হক, সামন মিয়া, রাজিব, কাজল মিয়া, নাইম, মোবারক প্রমুখ।
এসএসএইচ
ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।