থামল ভারতের জয়যাত্রা, জুটল লজ্জার যত রেকর্ড

থামল ভারতের জয়যাত্রা, জুটল লজ্জার যত রেকর্ড

১২ বছর, ১৮ সিরিজ আর ৫৪ ম্যাচের পর ঘরের মাঠে এমন এক দিন দেখল ভারত। ক্রিকেট বিশ্বের ঘরের মাঠে সবচেয়ে দাপুটে টেস্ট দলের ইতি ঘটল আজ পুনের স্টেডিয়ামে। রবীন্দ্র জাদেজা ক্যাচ দিলেন বাউন্ডারি লাইনে দাঁড়ানো টিম সাউদির হাতে। তাতেই ক্রিকেট বিশ্ব দেখল বিরল এক দিনের। ঘরের মাঠে অবশেষে সাদা পোশাকের খেলায় সিরিজ হারল ভারত। 

১২ বছর, ১৮ সিরিজ আর ৫৪ ম্যাচের পর ঘরের মাঠে এমন এক দিন দেখল ভারত। ক্রিকেট বিশ্বের ঘরের মাঠে সবচেয়ে দাপুটে টেস্ট দলের ইতি ঘটল আজ পুনের স্টেডিয়ামে। রবীন্দ্র জাদেজা ক্যাচ দিলেন বাউন্ডারি লাইনে দাঁড়ানো টিম সাউদির হাতে। তাতেই ক্রিকেট বিশ্ব দেখল বিরল এক দিনের। ঘরের মাঠে অবশেষে সাদা পোশাকের খেলায় সিরিজ হারল ভারত। 

ভারতের টেস্ট দলের জন্য এমন কিছু খুব বিরল বলা চলে। ২০০০ সালের পর থেকে বিগত ২৪ বছরে মাত্র চতুর্থবার ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল দলটা। ২০০০ সালে দক্ষিণ আফ্রিকা, ২০০৪ সালে অস্ট্রেলিয়া, ২০১২ সালে ইংল্যান্ডের পর ২০২৪ সালে এসে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারতে হয়েছে রোহিত শর্মার দলকে। 

নিউজিল্যান্ডের বিপক্ষে পুনেতে সিরিজের ২য় টেস্টে এসে ১১৩ রানের বড় ব্যবধানে ধরাশায়ী হতে হয়েছে ভারতকে। এই হারের পর সৌরভ গাঙ্গুলি, কপিল দেবের সঙ্গে ভারতের হয়ে ঘরের মাঠে সবচেয়ে বেশি টেস্ট হারা অধিনায়কের তালিকায় দুইয়ে চলে এসেছেন রোহিত শর্মা।

এমনকি ঘরের মাঠে ভারতের হয়ে সবচেয়ে বেশি টেস্ট হারা অধিনায়কের তালিকাতেও দুইয়ে চলে এসেছেন রোহিত। মোহাম্মদ আজহারউদ্দিন এবং কপিল দেবের সঙ্গে এই রেকর্ড ভাগ করছেন তিনি। তবে বাকি দুজনের তুলনায় রোহিত খেলছেন কম ম্যাচ। 

মানসুর আলী পাতৌদি – ২৭ ম্যাচে ৯ হার  রোহিত শর্মা – ১৫ ম্যাচে ৪ হার কপিল দেব – ২০ ম্যাচে ৪ হার মোহাম্মদ আজহারউদ্দিন – ২০ ম্যাচে ৪ হার 

এই হারের পর গেল দেড় বছরের হিসেবে ঘরের মাঠে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ হারও দেখে ফেলেছে ভারত। পাকিস্তান, ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের ৩ হার ছাপিয়ে এখন বাংলাদেশের সমান ৪ টেস্টে হার ভারতের। 

ভারত – ৪ হারবাংলাদেশ – ৪ হারপাকিস্তান – ৩ হারইংল্যান্ড – ৩ হারনিউজিল্যান্ড – ৩ হার

ব্যক্তিগতভাবে রোহিত শর্মাও খুব একটা ভাল অবস্থানে নেই। চলতি বছর টেস্টে ৭ বার এক অঙ্কের ঘরে আউট হয়েছেন তিনি। এই তালিকায় ভারতীয় দলে তার চেয়ে বেশি আউট হয়েছেন কেবল দুজন। একজন মোহাম্মদ সিরাজ (৮ বার), অন্যজন জাসপ্রিত বুমরাহ (১০ বার)। 

জেএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *