ডিজিএনএম মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

ডিজিএনএম মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করায় বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের (ডিজিএনএম) মহাপরিচালক মাসকুরা নূরের পদত্যাগের দাবিতে বাগেরহাট জেলার সব নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। 

নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করায় বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের (ডিজিএনএম) মহাপরিচালক মাসকুরা নূরের পদত্যাগের দাবিতে বাগেরহাট জেলার সব নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। 

শনিবার (১৪ আগস্ট) বেলা ১১টায় বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের সামনে জড় হয়ে কর্মরত নার্স, বাগেরহাট নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। এদিন ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক শামসুন্নাহার, নার্সিং ইনস্ট্রাক্টর ভারপ্রাপ্ত  ইনচার্জ কনিকা মিস্ত্রি,  সিনিয়র স্টাফ নার্স ফারজানা জামান,  নাজমুন্নাহার হীরা, বাগেরহাট নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কুতুবউদ্দিন, নিশি সুলতানা।  

বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর দীর্ঘদিন ধরে নন নার্সিং ক্যাডারদের অধীনে চলছে। এই ধারাবাহিকতায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকসহ উচ্চপদস্থ সকল পদে নন নার্সিং ক্যাডাররা দায়িত্ব পালন করছেন। আমাদের মাথার ওপরে থেকে তারা আমাদেরকে অপমান করেন, আমাদের শোষণ করেন।

এরপরও ডিজিএনএম-এর মহাপরিচালক মাকসুদা নূর নার্সিং ও মিডওয়াইফ পেশা নিয়ে কটূক্তি করেছেন। আমরা মহাপরিচালক মাকসুদা নূরের পদত্যাগসহ শাস্তি চাই। অনতিবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের প্রশাসনে নার্সদের নিয়োগ এবং অধিদপ্তরে নার্সদের জন্য স্পেশাল বিসিএস প্রণয়নের দাবি জানান তারা। দাবি না মানলে আগামীকাল ২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দেন নার্সরা।   

শেখ আবু তালেব/আরকে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *