ঠাকুরগাঁওয়ে দুই অপহৃত ব্যক্তি উদ্ধার, গ্রেপ্তার ৬

ঠাকুরগাঁওয়ে দুই অপহৃত ব্যক্তি উদ্ধার, গ্রেপ্তার ৬

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার ও অভিযুক্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ভুল্লি থানা ভাতগাঁও এলাকার হোসেন আলীর ছেলে জাহিদুর রহমান জাহিদ (২৫), একই এলাকার ঢোলকালী গ্রামের হামিদুল হকের ছেলে আব্দুর রাজ্জাক (২৬), ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের দেওগাঁও এলাকার আব্বাস আলীর ছেলে জাফর আলী (৩১), ঠাকুরগাঁও পৌরসভার ঘোষপাড়া এলাকার মৃত আনিছুর রহমানের ছেলে মো. শুভ (২৫), ঠাকুরগাঁও সদর উপজেলার ঝাড়গাঁও ইউনিয়নের আরাজি কেশববাড়ী এলাকার  হাফিজ উদ্দিনের ছেলে লাবু ইসলাম (২৭), ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও এলাকার ইউসুফ আলীর ছেলে মাহবুবুর রহমান (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, অপহৃত দুই ব্যক্তি জামালপুর জেলার শাহবাজপুর এলাকার ইউনুস আলীর ছেলে নাজমুল হোসেন (৩৫) ও একই এলাকার ময়নাল হকের ছেলে শামীম হোসেন (২১)। তারা দুইজনই সবুজ হেলথ্ ল্যাবরেটরিজ নামে ইউনানি ওষুধ কোম্পানিতে রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। রাণীশংকৈলে একটি বাসায় ভাড়া থেকে বিভিন্ন স্থানে কোম্পানির ওষুধ বিক্রির কাজ করতেন তারা। গতকাল (সোমবার) বিকেলে ওষুধ বিক্রির কাজ শেষ করে ভাড়া বাসায় ফেরার সময় রাণীশংকৈল উপজেলার দোশিয়া রাজবাড়ী এলাকা থেকে অজ্ঞাত ৮-৯ জন ব্যক্তি মোটরসাইকেলে করে এসে নাজমুল হোসেন ও শামীম হোসেনকে অপহরণ করে তুলে নিয়ে যান। পরে অপহরণকারীরা মারধর ও হুমকি দিয়ে ২ লক্ষ টাকা  মুক্তিপণ দাবি করেন।

এদিন রাতে অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধারে রানীশংকৈল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধারে এএসপি (রাণীশংকৈল সার্কেল) ফারুক আহমেদের নেতৃত্বে অফিসার ফোর্সের সমন্বয়ে পুলিশের একাধিক টিম অভিযানে নামে। পরে বিভিন্ন স্থান থেকে অপরাধ গোয়েন্দা তথ্য পর্যালোচনা করে অপরাধীদের শনাক্ত করা হয়। এরপর রানীশংকৈল ও ঠাকুরগাঁও সদর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপহৃত দুই ব্যক্তি ও অপহরণের ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অপহরণে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল, ছয়টি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহ. আরশেদুল হক বলেন, অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তারদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়।

আরিফ হাসান/এফআরএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *