‘রাষ্ট্রের মূল ধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যে জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
‘রাষ্ট্রের মূল ধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যে জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
শহরের ফৌজদারী মোড় থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমি আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক হাছিনা বেগম।
এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, সনাক সভাপতি শামীমা খান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসেনসহ অন্যরা বক্তব্য দেন।
এসময় বক্তারা বলেন, সরকার ও প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে অবাধ তথ্য প্রবাহের কোনো বিকল্প নেই। তাই সরকারি-বেসরকারি সেবা সম্পর্কে সঠিক তথ্য জানতে জনগণকে তথ্য প্রাপ্তির প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরও হয়রানি না করে তথ্য প্রদানে আগ্রহী হতে হবে।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা, সনাক সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএসএইচ