১১টি বিদ্যুৎকেন্দ্র সংশ্লিষ্ট ডকুমেন্ট ও তথ্য-উপাত্ত সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রিভিউ কমিটি।
১১টি বিদ্যুৎকেন্দ্র সংশ্লিষ্ট ডকুমেন্ট ও তথ্য-উপাত্ত সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রিভিউ কমিটি।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
বার্তায় বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (সংশোধিত ২০২১)–এর অধীন সম্পাদিত চুক্তিসমূহ পর্যালোচনার জন্য সরকার কর্তৃক গঠিত জাতীয় রিভিউ কমিটির গত ২৮ সেপ্টেম্বর এক সভায় ১১টি বিদ্যুৎকেন্দ্র সংশ্লিষ্ট ডকুমেন্ট ও তথ্য-উপাত্ত সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিদ্যুৎকেন্দ্রগুলো হলো- মেঘনাঘাট ৫৮৩ মেগাওয়াট ডুয়েল ফুয়েল, বাঘাবাড়ি ২০০ মেগাওয়াট এইচএসডি, পটুয়াখালী ১৫০ মেগাওয়াট এইচএফও, মংলা ১০০ মেগাওয়াট, আশুগঞ্জ ১৫০ মেগাওয়াট এইচএফও, মানিকগঞ্জ ১৬২ মেগাওয়াট এইচএফও, সুন্দরগঞ্জ ২০০ মেগাওয়াট, লালমনিরহাট ৩০ মেগাওয়াট, সুতিয়াখালী মানিকগঞ্জ ১৬২ এমডাব্লিউ এইচএফও ৫০ মেগাওয়াট ও গড্ডা বিদ্যুৎকেন্দ্র।
ওএফএ/এমজে