কোনো ধরনের বাধা-বিপত্তি ছাড়াই দীর্ঘদিন পর জয়পুরহাট জেলা শহরের প্রধান সড়কে পদযাত্রা করেছে বিএনপি। সম্প্রীতির পদযাত্রা নিয়ে দলটির হাজারো নেতাকর্মী সড়ক প্রদক্ষিণ করেন। সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে শহরের দুই নম্বর রেলগেট জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে সম্প্রীতির পদযাত্রা শুরু হয়।
কোনো ধরনের বাধা-বিপত্তি ছাড়াই দীর্ঘদিন পর জয়পুরহাট জেলা শহরের প্রধান সড়কে পদযাত্রা করেছে বিএনপি। সম্প্রীতির পদযাত্রা নিয়ে দলটির হাজারো নেতাকর্মী সড়ক প্রদক্ষিণ করেন। সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে শহরের দুই নম্বর রেলগেট জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে সম্প্রীতির পদযাত্রা শুরু হয়।
জেলা বিএনপি আয়োজিত সকল ধর্মের সকলে মিলে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সম্প্রীতির এই পদযাত্রা প্রধান সড়ক হয়ে কালেক্টরেট মাঠে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগে দায়িত্বপ্রাপ্ত) ওবায়দুর রহমান চন্দন, হিন্দু ধর্মালম্বীদের পক্ষে নরেশ শর্মা ও নিপুণ দাস। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান প্রমুখ।
প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মী সূত্রে জানা গেছে, বিএনপি নেতাকর্মীরা ঠিক কতদিন আগে জয়পুরহাট জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছেন, তা হয়তো অনেকেরই অজানা। বিগত সরকারের বিভিন্ন বাঁধার মুখে পড়ে স্বাধীনভাবে রাজনীতিও করতে পারেননি এই জেলার বিএনপি নেতাকর্মীরা। তবে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর বাধাহীনভাবে রাজনীতি করার সুযোগ পান তারা।
পূর্বঘোষিত সময় অনুযায়ী সোমবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হন। সেখানে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হন। এছাড়া হিন্দু ধর্মালম্বীসহ অন্য ধর্মেরও মানুষ সমেবত হন। এরপর সন্ধ্যা পৌনে ৬টার দিকে সম্প্রীতির পদযাত্রা শুরু হয়ে কালেক্টরেট মাঠে গিয়ে শেষ হয়। সেখানে সম্প্রীতি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়া হয়।
চম্পক কুমার/আরএআর