জমে উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল 

জমে উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল 

দুই প্রতিবেশী দেশে অবিশ্বাস্য দুই ফল। ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান জয় পেয়েছে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে। আবার ভারতের মাটিতে প্রায় একইরকম স্পিন সহায়ক পিচে বাজিমাত করেছে নিউজিল্যান্ড। বেঙ্গালুরুর পর পুনে টেস্টেও ভারতকে নাস্তানাবুদ করেছে নিউজিল্যান্ড। তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও এসেছে বড় রকম নাটকীয়তা। 

দুই প্রতিবেশী দেশে অবিশ্বাস্য দুই ফল। ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান জয় পেয়েছে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে। আবার ভারতের মাটিতে প্রায় একইরকম স্পিন সহায়ক পিচে বাজিমাত করেছে নিউজিল্যান্ড। বেঙ্গালুরুর পর পুনে টেস্টেও ভারতকে নাস্তানাবুদ করেছে নিউজিল্যান্ড। তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও এসেছে বড় রকম নাটকীয়তা। 

টানা দুই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করে ফেলেছে সিরিজ জয়। ৪৩৩১ দিন এবং প্রায় ১ যুগ পর ঘরে টেস্ট সিরিজ হেরেছে টিম ইন্ডিয়া। ভারতের মাটিতে নিউজিল্যান্ড প্রথমবার পেল টেস্ট সিরিজ জেতার স্বাদ। অন্যদিকে পাকিস্তান ৯ বছর পর ইংল্যান্ডকে হারালো কোনো টেস্ট সিরিজে। 

টানা দুই জয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে ভালোভাবেই টিকে রইল কিউইরা। বর্তমানে পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ৫০%। শীর্ষস্থানটা ভারত ধরে রাখতে পারলেও কিছুটা নড়বড়ে হয়ে গেছে জায়গাটা। বর্তমানে রোহিত শর্মার দলের পয়েন্ট শতাংশ ৬২.৮২। মুম্বাইয়ে শেষ টেস্টেও নিউজিল্যান্ডের কাছে হারলে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া ৬২.৫০% পয়েন্ট নিয়ে টপকে যাবে ভারতকে।

তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ৫৫.৫৬%। বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টে জেতা দক্ষিণ আফ্রিকা ৪ নম্বর থেকে নেমে গেছে ৫ নম্বরে, পয়েন্ট ৪৭.৬২%। ৬ষ্ঠ স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৪০.৭৯%।

পাকিস্তানের কাছে পর পর দু’টি টেস্টে হেরে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে নেমে গিয়েছে ইংল্যান্ড। বেন স্টোকসেরা ১৯টি টেস্ট খেলে ৯ টি জিতেছেন, সমান সংখ্যার ম্যাচে হেরেছেন এবং একটি ড্র করেছেন। মন্থর বোলিংয়ের জন্য তাদের কাটা গিয়েছে ১৯ পয়েন্ট। সম্ভাব্য সর্বোচ্চ ২২৮ পয়েন্টের মধ্যে স্টোকসদের সংগ্রহ ৯৩। পয়েন্ট শতাংশ ৪০.৭৯। 

ইংল্যান্ডের বিরুদ্ধে সাফল্য সপ্তম স্থানে তুলে এনেছে পাকিস্তানকে। শান মাসুদের দল ১০টি টেস্ট খেলে চারটি ম্যাচ জিতেছে। তাঁরা হেরেছেন ছ’টি ম্যাচ। মন্থর বোলিংয়ের জন্য ৮ পয়েন্ট কাটা গিয়েছে পাকিস্তানের। সম্ভাব্য সর্বোচ্চ ১২০ পয়েন্টের মধ্যে পাকিস্তানের সংগ্রহ ৪০। তাদের পয়েন্ট শতাংশ ৩৩.৩৩।

অন্যদিকে ৩০.৫৬% পয়েন্ট পাওয়া বাংলাদেশ ১ ধাপ পিছিয়ে অবস্থান করছে ৮ম স্থানে। বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে আবারও ৭-এ উঠার। তবে সেক্ষেত্রে চট্টগ্রাম টেস্টে হারাতে হবে দক্ষিণ আফ্রিকাকে।

জেএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *