সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ীতে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সুফিয়ান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, ডুবে যাওয়া তার সহোদর আরাফাতের (৫) অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ীতে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সুফিয়ান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, ডুবে যাওয়া তার সহোদর আরাফাতের (৫) অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
শুক্রবার (১৬ আগস্ট) উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের পূর্ব কাশিমাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শুক্রবার বেলা ১১টার দিকে সুফিয়ান ও আরাফাত দুই ভাই পুকুরে গোসল করতে নামে। এ সময় আরাফাত পানিতে ডুবে গেলে সুফিয়ান তাকে উদ্ধার করতে গভীর পানিতে তলিয়ে যায়। পাশে থাকা আরেকটি শিশুর চিৎকারে বাড়ির লোকজন দুই ভাইকে পুকুর থেকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক বড় ভাই সুফিয়ানকে মৃত ঘোষণা করেন।
সুফিয়ানের মা রাশিদা বেগম বলেন, সকালে আমার দুই ছেলে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে যায়। আমি দৌড়ে পুকুরে নেমে পড়ি। কিন্তু অনেক দূর চলে যাওয়ায় আমি ওদের খুঁজে পাচ্ছিলাম না। পরে চিৎকার করে লোকজন ডাকি। তখন কয়েকজন এসে তাদের উদ্ধার করে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকির হোসেন বলেন, শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই সুফিয়ানের মৃত্যু হয়েছে। আরাফাতের অবস্থাও সংকটাপন্ন। তাকে সাতক্ষীরা মেডিকেলে পাঠানো হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তায়জুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ইব্রাহিম খলিল/কেএ