ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ, চট্টগ্রামে ‘কিলার ফয়সাল’ গ্রেপ্তার 

ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ, চট্টগ্রামে ‘কিলার ফয়সাল’ গ্রেপ্তার 

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে স্বয়ংক্রিয় অস্ত্র হাতে নাশকতা সৃষ্টিকারী যুবলীগ কর্মী ফয়সাল ওরফে কিলার ফয়সালকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে স্বয়ংক্রিয় অস্ত্র হাতে নাশকতা সৃষ্টিকারী যুবলীগ কর্মী ফয়সাল ওরফে কিলার ফয়সালকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরের চকবাজার থানার পশ্চিম বাকলিয়া ডিসি রোড গণি কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফয়সাল চকবাজার থানার দেওয়ানবাজার লালু মিয়ার বাড়ির বাসিন্দা মৃত ইসমাইল ওরফে লালু মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। ওইদিন নগরের কোতোয়ালি থানা এলাকায় আনন্দ মিছিল বের করে শিক্ষার্থীরা। সেখানে কিলার ফয়সালের নেতৃত্বে গুলি ছুড়ে সন্ত্রাসীরা। এতে কয়েকজন আহত হয়। এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় মামলা করে ভুক্তভোগী একজনের স্বজন।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক শরীফ উল আলম বলেন, কিলার ফয়সাল হত্যাসহ একাধিক মামলার আসামি। বৃহস্পতিবার বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নগরের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআর/এমএসএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *